• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনা উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৩ মে ২০২০, ১৫:৩৫
করোনা উপসর্গ আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে মো. হোসেন মুরাদ নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৩ মে) সকালে নগরীর বন্দর থানার মুনিরনগর এলাকার নিজ বাসায় তার মৃত্যু হয়। তিনি ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, গত কয়েকদিন ধরে উনার জ্বর ছিল। রোববার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। কিন্তু সেই ফলাফল এখনো পাওয়া যায়নি। উপসর্গ দেখা দেওয়ার পর থেকে গত কয়েক দিন বাড়িতেই ছিলেন মুরাদ। পরে আজ হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন তিনি। বিষয়টি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ড ও বাড়িতে মারা গেছেন আরও ২০ জনের বেশি মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ জন। বর্তমানে ২৩২ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টিনে আছেন ২৩৮ জন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত