ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শপিং করতে এসে হাজতে!

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

সোমবার, ১৮ মে ২০২০ , ০৯:১৩ পিএম


loading/img
শপিং করতে এসে হাজতে!

এসেছিলেন শপিং করতে। কিন্তু তাদের ঠাঁই হলো হাজতে! স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে তাদের আটক করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। আজ সোমবার (১৮ মে) বিকেলে নগরীর রিয়াজুদ্দিন বাজারে বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  আটককৃতদের মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়েই আছেন। আমাদের এই কড়া অবস্থান অব্যাহত থাকবে।’

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়,  নগরীর মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা পর্যবেক্ষণে আজ ড্রোন নিয়ে মাঠে নামে কোতোয়ালী থানা।  এ সময় দেখা যায়, অধিকাংশ দোকানই বাইরে তালা ঝুলিয়ে ভেতরে বেচাবিক্রি করছেন। স্বাস্থ্যবিধির কোনও নির্দেশনাই তারা মানছেন না। পরে সেখান থেকে চারজন বিক্রেতা এবং পাঁচজন ক্রেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা রুজু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোতোয়ালী থানার ওসি।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |