• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৩ মে ২০২০, ০৯:০৯
করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু
মোরশেদুল আলম

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম।

শুক্রবার (২২ মে) রাত দশটার দিকে তিনি আইসিইউতে মৃত্যুবরণ করেন। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মোরশেদুল আলমসহ তার পরিবারের ৬ সদস্যের গত ১৭ মে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আনোয়ারের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। বৃহস্পতিবার উনি শ্বাসকষ্টসহ চট্টগ্রামের করোনা বিশেষায়িত হাসপাতাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শুক্রবার সারাদিন উনার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উনার এক দফা কার্ডিয়াক এরেস্ট হয়। এরপর রাত সাড়ে দশটার দিকে চিকিৎসকরা উনাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাড়িটি লকডাউন অবস্থায় আছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট
২২০ কোটি টাকা তুলে নিল এস আলম
ঢাকার মীর গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা নেই চট্টগ্রামের মীর গ্রুপের
চট্টগ্রামে পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ