কুমিল্লার তিতাসে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর কৈয়ারপোড় গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম হাজি নবীর হোসেন নবী (৬০)। তিনি ওই গ্রামের মৃত তালেব আলীর ছেলে এবং জগতপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ।
তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
জেবি