ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

অসচেতনতার কারণেই গাজীপুরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ৩০ মে ২০২০ , ১২:৪৮ পিএম


loading/img
ফাইল ছবি

শিল্পনগরী হওয়ার কারণে গাজীপুরে ভাসমান মানুষের সংখ্যা অনেক বেশি। জীবিকা নির্বাহের কারণেই মূলত দেশের বিভিন্ন জেলার মানুষের সমাগম হয় এখানে। ফলে সামাজিক দূরত্ব মেনে চলা এ জেলার মানুষের জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বৈশ্বিক সংকট করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতাই অধিক গুরুত্ব বহন করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন মো. খাইরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, গেল ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে কালীগঞ্জে ছয়জন, কাপাসিয়ায় একজন, শ্রীপুরে ১১ জন ও গাজীপুর সদরে ২৭ জন। তবে কালিয়াকৈরে নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি এবং নতুন করে কোনও মৃত্যুর সংখ্যাও যুক্ত হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৪৩৩ জনের এবং এ পর্যন্ত পরীক্ষার জন্য পাঠানো মোট নমুনার সংখ্যা ৯২৩৭ টি। যার মধ্যে কালিয়াকৈরে ১০০ জন, কালীগঞ্জে ১২৯ জন, কাপাসিয়া ৮৭ জন, শ্রীপুরে ৬৭ জন এবং  গাজীপুর সদরে ৬৯১ জনসহ মোট এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭৪ জন।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |