• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

অসচেতনতার কারণেই গাজীপুরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০২০, ১২:৪৮
The number of corona patients is increasing in Gazipur due to unconsciousness
ফাইল ছবি

শিল্পনগরী হওয়ার কারণে গাজীপুরে ভাসমান মানুষের সংখ্যা অনেক বেশি। জীবিকা নির্বাহের কারণেই মূলত দেশের বিভিন্ন জেলার মানুষের সমাগম হয় এখানে। ফলে সামাজিক দূরত্ব মেনে চলা এ জেলার মানুষের জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বৈশ্বিক সংকট করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতাই অধিক গুরুত্ব বহন করে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন মো. খাইরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, গেল ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে কালীগঞ্জে ছয়জন, কাপাসিয়ায় একজন, শ্রীপুরে ১১ জন ও গাজীপুর সদরে ২৭ জন। তবে কালিয়াকৈরে নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি এবং নতুন করে কোনও মৃত্যুর সংখ্যাও যুক্ত হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৪৩৩ জনের এবং এ পর্যন্ত পরীক্ষার জন্য পাঠানো মোট নমুনার সংখ্যা ৯২৩৭ টি। যার মধ্যে কালিয়াকৈরে ১০০ জন, কালীগঞ্জে ১২৯ জন, কাপাসিয়া ৮৭ জন, শ্রীপুরে ৬৭ জন এবং গাজীপুর সদরে ৬৯১ জনসহ মোট এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭৪ জন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি
২০০ বছর আগেও আক্রমণ চালিয়েছিল এইচএমপিভি
গাজীপুরের রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ 
সাদপন্থী নেতা শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে