ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

করোনা সন্দেহ

বৃদ্ধাকে ফিরিয়ে দিলো সিলেট ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতাল

সিলেট প্রতিনিধি

বুধবার, ০৩ জুন ২০২০ , ১১:৩২ পিএম


loading/img
ফাইল ছবি

কোভিড-19  সন্দেহে সিলেট ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসা না দিয়ে সিলেট নগরীরর বনকলাপাড়া এলাকার রাহেলা বেগম নামে ৫০ বছর বয়সী এক বৃদ্ধাকে হাসপাতাল গেইট থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। অথচ এই নারী তিন বছর থেকে সিলেট ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন। তিনি সব শেষ চিকিৎসা নিয়েছেন গত ৩০ মে।

বিজ্ঞাপন

চিকিৎসা নিতে আসা রাহেলা বেগমের ছেলে নুরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আমি সকাল থেকে হাসপাতালে মা কে নিয়ে বসে আছি। কিন্ত কোনও চিকিৎসা দিচ্ছে না আমার মাকে।

তিনি বলেন, সকালে প্রথমে যখন অসুস্থ মাকে নিয়ে আসি তখন হাসপাতাল কতৃপক্ষ জানালো যে আমার মা কোভিড-19 রোগে আক্রান্ত। মা কে কোভিড টেস্ট করতে হবে, যদি নেগিটিভ আসে তা হলে হাসপাতালে চিকিৎসা দেবে আর না হলে দিবে না।

বিজ্ঞাপন

এরপর সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে টেস্ট করতে দেই। কিন্তু কোভিড-19 টেস্টের রিপোর্ট  আসতে ২ থেকে ৩ দিন সময় লাগবে এই মুহূর্তে কোন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা পাবো সেটা ভাবছি অথচ আমার মা তিন বছর থেকে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে সিলেট ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতালের ডিউটিরত চিকিৎসক. ডা. শুভ আরটিভি অনলাইন কে বলেন, ওই রোগীর করোনার উপসর্গ আছে এ জন্য আমরা এই মুহূর্তে এই হাসপাতালে উনাকে চিকিৎসা দেয়া যাবে না।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |