ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

অসুস্থ মায়ের পাশে থাকতে খেলা ছেড়ে বাড়িতে কামিন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:৩৯ পিএম


loading/img

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টেই পরাজয় বরণ করেছে অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া শিবির। ইন্দোরে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

এজন্য দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই দেশে ফিরে যান কামিন্স। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া তার হুট করে দেশে ফেরাকে পারিবারিক কারণ হিসেবে এক বিবৃতিতে উল্লেখ করেছিল। তবে তৃতীয় টেস্টের আগ দিয়েই ভারতে ফেরার কথা ছিল ডানহাতি এই পেসারের।

কিন্তু সিডনিতে অসুস্থ মায়ের পাশে থাকতে সিরিজের তৃতীয় টেস্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন কামিন্স। এজন্য দুঃসময়ে ক্যানসারজয়ী মায়ের পাশে থাকতে নিজ বাড়িতে অবস্থান করাই শ্রেয় মনে করছেন এই অজি অধিনায়ক।

বিজ্ঞাপন

অজি অধিনায়ক বলেন, ‘আমার মা এখন প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ।’ 

২০০৫ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কামিন্সের মা মারিয়া। তবে দীর্ঘ লড়াই শেষে মরণব্যাধিকে জয় করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে খুবই গুরুতর অসুস্থ রয়েছেন তিনি। অবস্থা ক্রমশই অবনতির দিকে এগোনোর কারণে আরও এক সপ্তাহ মায়ের সঙ্গে থাকবেন কামিন্স।

কামিন্স না থাকায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ। এর আগে ২০২১ সালের শেষ দিকে কামিন্সের অনুপস্থিতিতে অ্যাডিলেডে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন স্মিথ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |