ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে আরও ২৫ জনের করোনা পজিটিভ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ০৬ জুন ২০২০ , ০২:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেলে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ জেলায় মোট ৬২৭ জন করোনায় আক্রান্ত হলেন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডা. মশিউল আলম জানান, নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ৪ জন, ভালুকা উপজেলায় ১৯ জন ও গফরগাঁও উপজেলায় ২ জন করে রয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ২৪ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন। 

এদিকে করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালে আজ শনিবার সকালে ত্রিশাল উপজেলার ধলা আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কামরুল হুদা শাকের মারা গেছেন। 

বিজ্ঞাপন

এর আগে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে তাকে ভর্তি করা হয়।

মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মশিউল আলম। 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |