ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

টাঙ্গাইল ৮ উপজেলা ইয়েলো ও ৪ উপজেলা গ্রিন জোনে বিভক্ত

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি অনলাইন

রোববার, ১৪ জুন ২০২০ , ১০:৩৭ পিএম


loading/img
টাঙ্গাইল ৮ উপজেলা ইয়েলো ও ৪ উপজেলা গ্রিন জোনে বিভক্ত

টাঙ্গাইলের আটটি উপজেলা ইয়েলো ও চারটি উপজেলাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

ইয়েলো জোনের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখিপুর, নাগরপুর ও কালিহাতী। এছাড়া বাকি চারটি উপজেলা ঘাটাইল, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার গ্রিন জোনে রয়েছে। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় আক্রান্তের হার বিবেচনা করে ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলাকে ইয়েলো জোন ও চারটি উপজেলাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে।  ইয়েলো জোনের এলাকাগুলো গুরুত্বসহকারে নিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়াও  গ্রিন জোনে বিভক্ত হওয়া এলাকাগুলোতেও তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |