• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে অপহৃত বাসচালককে আট দিন পর উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ১২:১৫
The abducted bus driver was rescued in Narayanganj after eight days
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহৃত বাসচালককে আট দিন পর উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

গতকাল শুক্রবার বিকেলে আটি হাউজিং এলাকার একটি পাঁচতলা ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ আদমজী অবস্থিত র‌্যাব-১১ এর এএসপি জসীমউদ্দীন জানান, অপহৃতের সঙ্গে যাত্রীবাহী বাসে বসে পরিচয় হয় তাদের। সেই বন্ধুত্বের অভিনয় করে গেল ১১ জুন তাকে ফোন করে কৌশল অবলম্বন করে চিটাগাং রোড এলাকায় তাকে নিয়ে আসে।

এ সময় অপহরণকারীর স্ত্রী অসুস্থ বলে বাসায় নিয়ে যায় তাকে। পরে বাসায় নিয়ে তাকে নির্যাতন করে পরিবারে কাছে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ সময় তার মা বিকাশের মাধ্যমে টাকা পাঠায় তাদের কাছে।

তাকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করায় বিষয়টি র‌্যাবকে জানালে। র‌্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার একটি পাঁচতলা ভবন থেকে তাকে উদ্ধার করে। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় আগুন
যারাই ফ্যাসিবাদের পক্ষে তরুণরা তাদেরই বিপক্ষে: হাসনাত
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত