নারায়ণগঞ্জে অপহৃত বাসচালককে আট দিন পর উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহৃত বাসচালককে আট দিন পর উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি দল।
গতকাল শুক্রবার বিকেলে আটি হাউজিং এলাকার একটি পাঁচতলা ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ আদমজী অবস্থিত র্যাব-১১ এর এএসপি জসীমউদ্দীন জানান, অপহৃতের সঙ্গে যাত্রীবাহী বাসে বসে পরিচয় হয় তাদের। সেই বন্ধুত্বের অভিনয় করে গেল ১১ জুন তাকে ফোন করে কৌশল অবলম্বন করে চিটাগাং রোড এলাকায় তাকে নিয়ে আসে।
এ সময় অপহরণকারীর স্ত্রী অসুস্থ বলে বাসায় নিয়ে যায় তাকে। পরে বাসায় নিয়ে তাকে নির্যাতন করে পরিবারে কাছে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ সময় তার মা বিকাশের মাধ্যমে টাকা পাঠায় তাদের কাছে।
তাকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করায় বিষয়টি র্যাবকে জানালে। র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার একটি পাঁচতলা ভবন থেকে তাকে উদ্ধার করে। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।
জেবি
মন্তব্য করুন