সিলেটে সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শ্রী বাবুল বিশ্বাস নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলার বর্ধন খাল গ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল বিশ্বাসের বাড়ি উপজেলার সাতাল শান্তি বাজার এলাকায়। এদিকে এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তিনি উপজেলার প্রেম পাড়া গ্রামের ইন্দ্র বিশ্বাস।
সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল আরটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপরে কোম্পানিগঞ্জ উপজেলার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫১/১১-এস সংলগ্ন বর্ধন খাল গ্রাম এলাকা দিয়ে ৫/৬ জন বাংলাদেশি আনুমানিক আধা কিলোমিটার ভারতের অভ্যন্তরে কাঠ চুরির করার উদ্দেশ্যে যান।
এ সময়ে ভারতীয় খাসিয়া তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করেন। এতে দই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। এর মধ্যে বাবুল বিশ্বাস মারা যান। এছাড়াও ইন্দ্র বিশ্বাস নামে আরেকজন গুলিবিদ্ধ হন। বর্তমানে এ ঘটনায় গুলিবিদ্ধ ইন্দ্রসহ আরও তিন বাংলাদেশি পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য দল সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যেতে বাঁধা দেয়। এরপরও কিছু মানুষ বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে অবৈধভাবে ঢুকে পড়েন। তাই তিনি এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশ না করতে পরামর্শ দেন।
এছাড়াও সীমান্ত লঙ্ঘনের ব্যাপারে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে বিজিবির তরফ থেকে সীমান্তবর্তী জনসাধারণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
এজে
মন্তব্য করুন