ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দেড় লাখ টাকার দোকান ভাড়া মওকুফ করলেন মার্কেট মালিক

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ২২ জুন ২০২০ , ১২:৪২ পিএম


loading/img
ছবি সংগৃহীত

করোনাভাইরাসের সংকটের কারণে পঞ্চগড়ে দেড় লাখ টাকা দোকান ভাড়া মওকুফ করা হয়েছে। জেলার পুরাতন পঞ্চগড়ের গোলচক্কর সংলগ্ন নজিরউদ্দিন মার্কেট এর ৪০টি দোকানদারদের প্রত্যেককে মে মাসের দোকান ভাড়া মওকুফ করা হয়েছে। ওই মার্কেটের মালিক আব্দুল্লাহ আল মামুন বাবু।

বিজ্ঞাপন

করোনাভাইরাসে লকডাউন থাকার কারণে মে মাসের ভাড়া দোকানদের ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানা যায়।

পাশাপাশি ঈদ-উল আজহা পর্যন্ত সরকারের আইন মেনে মার্কেট চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  গেল ২০ জুন মার্কেটের মালিকের সঙ্গে দোকানদারদের বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় মার্কেট মালিক।

বিজ্ঞাপন

ওই মার্কেটের ওষুধ ব্যবসায় আবু সালেক বলেন, আসলে মার্কেটের মালিক একজন সমাজসেবী বলেও পঞ্চগড়ে পরিচিত। করোনাকালে আমাদের ব্যবসায়িক ক্ষতি ও সংকটের কথা বিবেচনা করে মে মাসের দোকানভাড়া মওকুফের ঘোষণা দেন মালিক। এই মার্কেটে হোটেল রেস্তোরা, ওষুধ, কনফেকশনারি, ফর্নিচার, ইলেক্ট্রনিক্স দোকান, জুতা হার্ডওয়্যার ও মেকানিক্স দোকানসহ ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

নজির উদ্দিন মার্কেটের নীরব ক্লাসিক হোটেলের মালিক জামাল হোসেন জানায়  করোনাকালে আমার হোটেল দীর্ঘদিন বন্ধ থাকলে আমি মালিককে ভাড়া নিয়ে অনিশ্চয়তার কথা বলি আমার সঙ্গে একমত হয়ে  অনেক ব্যবসায়ী ভাড়া নিয়ে দুঃশ্চিন্তায় পড়লে মার্কেট মালিকের সঙ্গে আমাদের বৈঠক হয়। সে সময় আমাদের মার্কেটের মালিক আমাদের দূরবস্থার কথা বিবেচনা করে মে মাসের দোকান ভাড়া মওকুফ করে। একইসঙ্গে তিনি আমাদের স্বাস্থ্যবিধি মেনে দোকানগুলো চালু রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে নজিরউদ্দিন মার্কেটের মালিক আব্দুল্লাহ আল মামুন বাবুর সঙ্গে কথা বললে তিনি জানান, আসলে করোনাকালে আমার মার্কেটের ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে তাদের স্বাস্থ্যবিধি, ও সরকারের নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার কথা বলেছি।

বিজ্ঞাপন

আমি চাই করোনার কারণে জেলার অন্যান্য মার্কেটের মালিকরা এভাবে এগিয়ে আসুক। কারণ আল্লাহ যদি সহায় হয় তাহলে করোনা হয়তোবা একদিন বিদায় নেবে । কিন্তু এই সময়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ালে তারা মনে রাখবে। আব্দুল্লাহ আল মামুন বাবু  একইসঙ্গে  জেলা ক্রিড়া সংস্থার কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ও সমাজসেবক।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |