ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদকের প্রতিবাদ করায় যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ০৮:৫১ এএম


loading/img
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মোসাদ্দেকুর রহমান নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

গতকাল সোমবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার বারদোনা ইউনিয়নের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে কর্মসূচি পালন করে আসছিলেন মোসাদ্দেক। সম্প্রতি এক মাদক কারবারিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার ব্যাপারেও তার সহযোগিতা ছিল। এতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি জেলফেরত সোহেল নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সন্ধ্যায় মোসাদ্দেককে ছুরিকাঘাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন মোসাদ্দেকের ভাই মোহাম্মদ ফয়সালও। দুজনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মোসাদ্দেককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 অন্যজন ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোসাদ্দেক চট্টগ্রাম নগরীতে রেস্টুরেন্ট ব্যবসা করতেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |