রেড জোন হিসেবে চিহ্নিত করা চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডে আজ সপ্তম দিনের মতো চলছে লকডাউন। ওই এলাকায় সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হলেও লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ।
গেল ১৭ জুন বিকেল থেকে ওই লকডাউন কার্যকর করার নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডে দর্শনা থানার বেশ কিছু পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওয়ার্ড দুইটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এদিকে জীবননগর পৌর এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওই এলাকা লকডাউনের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
জেবি