ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রেডজোনেও লকডাউন উপেক্ষা করছে মানুষ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ১১:২২ এএম


loading/img
ছবি সংগৃহীত

রেড জোন হিসেবে চিহ্নিত করা চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডে আজ সপ্তম দিনের মতো চলছে লকডাউন।  ওই এলাকায় সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হলেও লকডাউন উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

গেল ১৭ জুন বিকেল থেকে ওই লকডাউন কার্যকর করার নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডে দর্শনা থানার বেশ কিছু পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওয়ার্ড দুইটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এদিকে জীবননগর পৌর এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওই এলাকা লকডাউনের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |