• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মির্জাপুরে ৩০টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ২১:২৯
30 illegal coal reactors destroyed in Mirzapur
ছবিঃ সংগ্রহীত

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ৩০টি কয়লা তৈরির চুল্লি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের। এর আগে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান তিনি।

জানা যায়, উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা, মহিষ বাতানসহ আজগানা গ্রামের বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে বেশ কিছু কয়লার চুল্লি গড়ে উঠেছিল। সম্প্রতি চুল্লিগুলোতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল বলে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০টি কয়লার চুল্লি ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জড়িতদের আইনের আওতায় আনা যায়নি। তবে ভবিষ্যতে যে ভূমির উপর এসব অবৈধ কয়লার চুল্লি গড়ে উঠে তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে গুলি
ভূঞাপুরে ৯ কোটি টাকার বালু নিলামে হয়ে গেল ৫০ লাখ টাকা
চাঁদপুরে ৩ নারী দালালকে কারাদণ্ড
শরীয়তপুরে ছাড়পত্র ছাড়াই চলছিল ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা