• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

চার দিন ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০২০, ০৮:৫২
Sylhet Bridge
ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরের মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু জরুরি মেরামত কাজের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের দুই সেতুর ওপর দিয়ে যান চলাচল চার দিন বন্ধ থাকবে।

গতকাল রোবাবার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, আগামী তিন জুলাই ভোর ছয়টা থেকে সাত জুলাই ভোর ছয়টা পর্যন্ত সেতুগুলোর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। মেরামত কাজ চলাকালে সব ধরনের যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী তিন জুলাই ভোর ছয়টা থেকে সাত জুলাই ভোর ছয়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের শেরপুর সেতু ও কাগজপুর সেতুর মেরামত কাজ হবে।

মেরামত কাজ চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সব ধরনের যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  
তীরে এসে তরী ডুবল সিলেটের, দ্বিতীয় জয় ঢাকা ক্যাপিটালসের
সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক
লিটন-পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি ঢাকা ক্যাপিটালসের