ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

চার দিন ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ২৯ জুন ২০২০ , ০৮:৫২ এএম


loading/img
ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরের মহাসড়কের শেরপুর  ও কাগজপুর সেতু জরুরি মেরামত কাজের জন্য সিলেট-ঢাকা মহাসড়কের দুই সেতুর ওপর দিয়ে যান চলাচল চার দিন বন্ধ থাকবে। 

বিজ্ঞাপন

গতকাল রোবাবার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান,  আগামী তিন জুলাই ভোর ছয়টা থেকে সাত জুলাই ভোর ছয়টা পর্যন্ত সেতুগুলোর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।  মেরামত কাজ চলাকালে সব ধরনের যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আগামী তিন জুলাই ভোর ছয়টা থেকে সাত জুলাই ভোর ছয়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের শেরপুর সেতু ও কাগজপুর সেতুর মেরামত কাজ হবে। 

বিজ্ঞাপন

মেরামত কাজ চলাকালীন সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সব ধরনের যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |