বেলকুচিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
সিরাজগঞ্জ বেলকুচিতে বহুল আলোচিত আপন মেয়েকে ধর্ষণ মামলার মূল আসামি বাবা মনিরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
ধর্ষক মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর হরিনাথপুর গ্রামের শাহজাহান ওরফে পাপরের ছেলে।
র্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ এর প্রধান কার্যালয়ে সংবাদ সন্মেলনে এ তথ্য জানান।
উল্লেখ্য, মনিরুল তার কিশোরী মেয়েকে এক বছর যাবত ধরে দ্বিতীয় স্ত্রীর সহযোগিতায় জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। বিষয়টি নির্যাতিত কিশোরী তার বান্ধবীর ভাই খায়ের হুজুরকে জানান। বিষয়টি জানাজানি হলে এলাকার ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিসি বৈঠকে বসেন। শালিসি বৈঠকে পাষাণ্ড বাবা হাজির না হলে কিশোরী মেয়ে বাদী হয়ে বেলকুচি থানায় একটি ধর্ষণ মামলা করে।
জেবি
মন্তব্য করুন