ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির সড়াতৈলে দাফন করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে সাম্যের প্রায় ৫০-৬০ জন বন্ধুসহ হাজারও মানুষের উপস্থিততে চোখের জলে সাম্য বিদায় জানান।
এর আগে, রাত ১০টায় জানাজা অনুষ্ঠিত হয় জান্নাতুল বাকী কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদরাসা মাঠে। যেখানে মানুষের ঢল নামে। মাঠের আনাচে-কানাচে মানুষে ভরে যায়।
প্রসঙ্গত, মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর যাচ্ছিলেন সাম্য। এ সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক সময় বহিরাগতরা ছুরিকাঘাত করে। তখনই ধারালো অস্ত্রের আঘাতে সাম্য'র কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপরই তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায়। বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে ডাক্তার।
আরটিভি/কেএইচ