ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাগেরহাটে হরিণের মাংস ও নৌকা আটক

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২০ , ০৫:০৪ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বাগেরহাটের মোংলায় হরিণের মাংস ও নৌকা আটক করেছে বনভিবাগ। শনিবার সকালে পূর্ব সুন্দরবনসংলগ্ন মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা ও একটি নৌকা আটক করে বনরক্ষীরা।

বিজ্ঞাপন

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন আরটিভি নিউজকে বলেন, সুন্দরবনের করমজল ফাঁড়ি ও চিলার বিশেষ টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল।

সকালে সুন্দরবন থেকে একটি মাছধরা নৌকা পশুর নদীতে অবস্থানকালে তাদেরকে বনরক্ষীরা চ্যালেঞ্জ করে। এ সময় তিনজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চরটি পা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে শিকারীরা বন থেকে হরিণ শিকার করে লোকালয় ফিরছিল। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |