• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ফেনীতে ডাকাতের হামলায় বৃদ্ধা নিহত, মালামাল লুট

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ১৬:২৭
An old woman was killed in a robbery in Feni and her belongings were looted
ফাইল ছবি

ফেনীর ছনুয়ায় ডাকাতের হামলায় সকিনা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া রেহান উদ্দিন ভুঞার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সকিনা বেগমের ছেলে আশরাফুল ইসলাম জানান, একদল ডাকাত ডাকাতির উদ্দেশে বাড়িতে হানা দেয়। এসময় সকিনা বেগম নামে এক বৃদ্ধাসহ ঘরের দুই গৃহবধূ ইসরাত জাহান ফারজানা ও নুর নাহার রাণীকে গামছা দিয়ে হাত-পা বেঁধে ঘরের কক্ষে আটকে রাখে।

একপর্যায় বৃদ্ধা সকিনা বেগম চিৎকার করলে তার ওপর ডাকাতরা হামলা চালালে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাড়ি থেকে চার ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাত সদস্যরা।

ফেনী মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে তিনি ও জেলা পুলিশ সুপার নুরুন্নবীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহত সকিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু লুট