ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে মর্মে অভিযোগ করেছেন তার স্ত্রী লুৎফুন নাহার। এ ঘটনায় ফেনী মডেল থানার ওসি, দুই এসআই, এক ডিএসবি কর্মকর্তা ও দুই সাক্ষীর বিরুদ্ধে একটি অভিযোগ জমা দিয়েছেন।
বুধবার (১০ আগস্ট) দুপুরে ফেনী সদর আমলি আদালত-১ এর সিনিয়র বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে করা আবেদনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী শাহ নূর আলম বলেন, অভিযোগ শুনানির শেষে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে (৪৮) ফেনী মডেল থানা পুলিশ গত ২২ জুলাই ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার ফেনী শহরের বাসা থেকে ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং দুটি লম্বা লোহার ছোরা উদ্ধার করার দাবি জানায় পুলিশ। ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা (নম্বর ৫৩) দায়ের করে।
তবে অভিযোগটি শুরু থেকে অস্বীকার করে আসছে জাকির হোসেন জসিমের পরিবার। তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলনও করেছেন স্বজনরা।