• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বান্দরবানে টানা ২৫দিন পর গণপরিবহণ চলছে

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২০, ২৩:৪৫
Public transport will run in Bandarban after 25 days
বান্দরবানে টানা ২৫দিন পর গণপরিবহণ চলছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ২৫ দিন বন্ধ থাকার পর বান্দরবানে সোমবার (২০ জুলাই) সকাল থেকে সকল ধরণের গণপরিবহণ চলাচল শুরু হয়েছে।

গণপরিবহণ চলাচল শুরুর প্রথম দিনে বান্দরবান থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি সড়কে বাস চলাচল শুরু হয়। বান্দরবানের বিভিন্ন বাস স্ট্যান্ডে গণপরিবহণসমূহে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাস চলাচল শুরু করার কথা থাকলে ও অনেক যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনে ও মুখে মাস্ক ব্যবহার না করে যাতায়াত করতে দেখা গেছে।

বান্দরবান থেকে চট্টগ্রাম রুটে ভ্রমণে যাওয়া যাত্রী বাসুদেব বিশ্বাস বলেন, বান্দরবান জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলাচল করার অনুমতি প্রদান করেছেন, তবে অনেকেই নিয়ম না মেনে বাসে ওঠা নামা করছে।

তিনি আরও বলেন, করোনার এই সময়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে, কিন্তু অনেকেই সচেতন নয় এখনো।

এদিকে বান্দরবান থেকে চট্টগ্রাম রুটে ভ্রমণে যাওয়া যাত্রী হুমায়ন কবির জানান, বান্দরবান থেকে চট্টগ্রাম যেতে বাস স্ট্যান্ডে আসলাম অনেকক্ষণ, কিন্তু প্রথম দিনে গণপরিবহণ অনেকটাই কম দেখা যাচ্ছে। করোনা সংক্রমণ মোকাবিলায় কম যাত্রী পরিবহনের শর্তে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে বাস মালিকরা যাত্রীদের সুরক্ষায় প্রতিটি বাসে জীবাণুনাশক স্প্রে প্রদানের পাশাপাশি প্রত্যেক যাত্রীকে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা দিচ্ছে।

বান্দরবান পূর্বাণী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু জানান, বান্দরবান জেলা প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গণপরিবহণ চলাচলের অনুমতি দেয়া হয়েছে এবং আমরা নিয়ম মেনে বাস চলাচল শুরু করেছি।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, বান্দরবানে দীর্ঘ ২৫ দিন বন্ধ থাকার পর গণপরিবহণ চলাচল শুরু হয়েছে। অনেকদিন যাত্রীরা বান্দরবানে আসতে পারেনি ও যেতে পারেনি।

তিনি আরও জানান, জনগণের সুবিধার কথা বিবেচনা করে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়েছে। দূরপাল্লার বিভিন্ন বাস প্রতিনিধি এবং পূরবী-পূর্বাণী বাস মালিক সমিতির প্রতিনিধিরা স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর অনুমতি চেয়েছিল আর তাদের অনুমতির আবেদনের প্রেক্ষিতে ২০ জুলাই সোমবার সকাল থেকে তাদের বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে। কোনও পরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী উঠানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১০ জুন থেকে বান্দরবান ও লামা পৌরসভাকে রেডজোন ঘোষণা করে লকডাউন করে সকল গণপরিবহণ বন্ধ করে দেয়া হয়। বান্দরবান জেলা প্রশাসন ১৯ জুলাই আবার নতুন গণবিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণ চলাচল করার অনুমতি প্রদান করে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপরিবহণের জন্য ডিএমপি কমিশনারের নির্দেশনা
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের