হবিগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যায় গ্রেপ্তার দুই চাচা রিমান্ডে
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রউফের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তার দুই চাচার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হচ্ছেন নিহতের চাচা তৈয়ব আলী (৩৮) ও রফিকুল ইসলাম রবি (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আল-আমিন।
তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার এসআই আব্দুস ছাত্তার গ্রেপ্তারকৃত আসামি তৈয়ব আলী ও রবির সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন কোর্ট ইন্সপেক্টর মো. আল-আমিন। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ ফরহাদ এলাহী সেতু ও মো. অলিউর রহমান।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার বাঘহাতা গাজীপুর গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুর রহমানের একমাত্র ছেলে কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফের (২৬) মরদেহ গেল ১২ জুলাই সকালে গ্রামের পার্শ্ববর্তী জুয়াইল্যা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরদিন ১৩ জুলাই ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার মা জরিনা বেগম বাদী হয়ে নিহতের চাচা তৈয়ব আলী (৩৮), রফিকুল ইসলাম রবি (৩৫), শুকুর আলী (৪০) ও চাচাতো চাচা শাহাজ উদ্দিন শাহার (৪৫) বিরুদ্ধে ১৫ জুলাই রাতে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ প্রেক্ষিতে ১৬ জুলাই পুলিশ অভিযান চালিয়ে তৈয়ব আলী ও রফিকুল ইসলাম রবিকে গ্রেপ্তার করে। নিহত আব্দুর রউফ শচীন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জেবি
মন্তব্য করুন