• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে কিশোরীকে অপহরণ, ২৫ দিন পর উদ্ধার

ভৈরব প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১৮:৫৩
The teenager was rescued 25 days after the abduction
ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবে অপহরণের ২৫ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণের মূলহোতা ও মামলার প্রধান আসামি সাগর মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট থেকে কিশোরীকে উদ্ধারসহ সাগরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গেল ২৭ জুন সকালে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের আবু বকর সিদ্দিকের স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে একই ইউনিয়নের রাধানগর গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে সাগর অপহরণ করে। পরে ঘটনার ৫ দিন পর অর্থাৎ গেল ২ জুলাই কিশোরীর বাবা বাদী হয়ে সাগরকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেয়া হয়। অপহরণের ২৫ দিন পর তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই সাথে অপহরণের মূলহোতা সাগরকেও আটক করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সাগরের স্বজনদের সাথে কিশোরীর বাবার বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব ছিল। পরে এই ঘটনার সূত্র ধরে কিশোরী মেয়েকে অপহরণ করে সাগর। অপহরণের পরে তারা মেয়েটিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় নিয়ে একটি ঘরে আটকে রাখে। পরে সাগরের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই সাথে মামলার প্রধান আসামি সাগরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, আটক হওয়া মামলার প্রধান আসামি সাগরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আর উদ্ধার হওয়া কিশোরকে আদালতের মাধ্যমে তার বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে অপহরণ চক্রের প্রধান ‘বদরুজ’ অস্ত্রসহ গ্রেপ্তার
ডাকাতি শেষে শিশু অপহরণ, ঘটনায় নতুন মোড়
ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানাল র‌্যাব
এবার ৬ বাংলাদেশি মাঝিকে ট্রলারসহ অপহরণ করল আরাকান আর্মি