• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

আ.লীগ সরকার ধর্মীয় শিক্ষাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে: মিজানুর রহমান

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১০:০১
ছবি: সংগৃহীত

স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে গত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে একেবারেই উঠিয়ে দিয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামে ধর্মীয় শিক্ষার তেমন কোনো ব্যবস্থা রাখেনি। বরং সেখানে জাতিকে ধ্বংস করার একটি নীল নকশা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় শিক্ষা বিবর্জিত এ শিক্ষা ব্যবস্থার ফলে নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক তৈরি করতে না পারার কারণেই বর্তমানে দেশে সৎ মন্ত্রী, সৎ সচিব এমনকি সৎ অফিসার খুঁজে পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়ায় কওমী মাদরাসা শিক্ষক পরিষদের নতুন কারিকুলাম বাতিলের দাবিতে এক মতবিনিময় সভায় পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

তিনি লিখিত বক্তব্যে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে সংবিধানের শিক্ষা বিষয়ক ১৭ নম্বর অনুচ্ছেদ এবং সংস্কৃতি বিষয়ক ২৩ নম্বর অনুচ্ছেদ সংশোধনের দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে কওমী শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আশেকে মুস্তফা, মহাসচিব মুস্তাকিন বিল্লাহ হাবিবী, যুগ্ম মহাসচিব মুফতি দীন মোহাম্মদ আশরাফ, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি নজরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আতাউল হক প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা মুসলিম জাতির ধর্মীয় শিক্ষার অধিকার সংরক্ষণে বাংলাদেশের সংবিধানের শিক্ষা বিষয়ক ১৭ নম্বর অনুচ্ছেদ সংশোধনপূর্বক ইসলামী শিক্ষার অধিকার নিশ্চিত করে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং জাতীয় সংস্কৃতি বিষয়ক ২৩ নম্বর অনুচ্ছেদ সংশোধনপূর্বক ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করার দাবি জানান।

প্রসঙ্গত, উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা দাওয়াতুল হক মাদরাসায় আয়োজিত এ মতবিনিময় সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কওমী আলেম অংশগ্রহণ করেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে: আজহারী
এবার পটুয়াখালীতে আজহারীর মাহফিল, জানা গেল তারিখ
আজ একই মঞ্চে আজহারী-আহমাদুল্লাহ, বয়ান দেবেন যখন
যশোরের মাহফিলে যোগ দিতে মিজানুর রহমান আজহারীর আহ্বান