• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
যে কারণে পুলিশের ভাইভা দিতে এসে গ্রেপ্তার হলেন ৩ প্রার্থী
পুলিশ কনস্টেবল পরীক্ষায় ভাইবা দিতে এসে গ্রেপ্তার ৩
মানিকগঞ্জে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দৌলতপুর উপজেলার তালুক নগর এলাকার বাবু খানের ছেলে মো. শামীম খান(১৯); রোল নং-৪৯১০৪৬৩, ঐ এলাকার মতিন খানের ছেলে মো. ইসমাইল খান(১৮); রোল নং-৪৯১০৭৫২, একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. নাজমুল হোসেন(১৮); রোল নং-৪৯১০৭৭৪। পুলিশ জানায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ লাইনে ভাইবা পরীক্ষার জন্য আসেন তারা। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের জিজ্ঞাসাবাদে বোর্ড সদস্যদের অসামঞ্জস্য মনে হলে তারা তাদের নিবিড় পর্যবেক্ষণ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষা অন্য কেউ প্রক্সি দিয়েছে বিষয়টি স্বীকার করেন। পুলিশ আরও জানায়, লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে চক্রটি। চাকরি পাওয়ার পর প্রত্যেকেরই ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ছিল চক্রটিকে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর সঙ্গে যে চক্রটি কাজ করেছে তাদেরও খোঁজা হচ্ছে। আরটিভি/এমএ
আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
শিবালয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
নাব্য সংকটে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ
কুপ্রস্তাব দেওয়ায় রুবেলকে হত্যা, অতঃপর...
নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় নিখোঁজের দুদিন পর ধলেশ্বরী নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত রুবেল মিয়া (৩৫) ধামরাই উপজেলার ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেরিয়ে যান এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এমকে
মানিকগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের
মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। নিহতরা হলেন- সিঙ্গাইরের ইরতা গ্রামের বাঁধন হোসেন (১৯) ও মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের রাতুল হোসেন (২৫)। আহত লাদেন হোসেনের (১৮) বাড়ি ইরতা গ্রামে। স্থানীয়রা জানান, তিন তরুণ মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ইরতা উচ্চবিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন নিহত হন। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আরটিভি/এমকে
সাড়ে ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়।  ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে।  ঘাটের এজিএম সালাম হোসেন গণমাধ্যমকে বলেন, কুয়াশার মাত্রা কেটে গেলে সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি স্বাভাবিক করা হয়েছে। ধীরে ধীরে যানজট স্বাভাবিক হবে। আরটিভি/এএএ/এআর  
আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মানিকগঞ্জের আরিচা ঘাটে শতাধিক ও পাবনার কাজিরহাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে। শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, বিগত কয়েক দিন ধরে নাব্যতা সংকটের কারণে এই নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফ-লোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। কিন্তু নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ফেরি চলাচল। দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল একেবারেই বন্ধ করা হয়। নাব্যতা সংকট কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি। আরটিভি/এএএ/এসএ
মানিকগঞ্জে হাসপাতালে ঢুকে কর্মকর্তাদের মারধর মুখোশধারীদের
মানিকগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিতরে ঢুকে প্রশাসনিক কর্মকর্তা নাজমিন আক্তার বিউটি ও সমাজ কল্যাণ কর্মকর্তা নিতাই কুমার সরকারকে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহত নাজমিন আক্তার বিউটি বলেন, দুপুরে হাসপাতালের নিজ কক্ষে বসে আমি স্টাফদের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক (মাস্ক পরা) এসে কিল-ঘুষি ও রড দিয়ে মারতে মারতে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে যায়। এক ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধার করে আমাদের দুজনকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিতাই কুমার বলেন, আমি আমার কক্ষে বসে অফিসিয়াল কাজ করছিলাম। এ সময় মুখোশধারী এক দল যুবক আমাকে আওয়ামী লীগের দালাল বলে কিলঘুষি মারতে থাকে ও কাঠের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রাখে। এদের মাথায় জাতীয় পতাকা ও মুখে মাস্ক ছিল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা ও পূর্বের কমিটির সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই ঘটনাটি ঘটতে পারে। জেলা প্রশাসক ও ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই বিষটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ, আর্মি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়াও হাসপাতাল এলাকায় পুলিশ ও আর্মির টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আরটিভি/এএএ/এসএ
যৌথবাহিনীর অভিযানে ৪০ মামলা ও ১৬ যানবাহন আটক
সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।  মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চলে। এতে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিআরটিএ’র কর্মকর্তারা অংশ নেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আমরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের কাগজপত্র পরীক্ষা করেছি। এ সময় নিয়মিত মামলার অংশ হিসেবে ৪০টি যানবাহনকে মোট ১ লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরটিভি/আইএম