ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০১:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মঙ্গলবার রাতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন শিল্পী মানবেন্দ্রের পরিবার।

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ।

55555

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখে ঢাকায় ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি। আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

তিনি আরও বলেন, দুই থেকে তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

বিজ্ঞাপন

আগুনে বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানান মানবেন্দ্র।

44444

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই রহস্য উদঘাটন হবে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত ১৩ এপ্রিল রাজ্যসভা নামের একটি পেজের মাধ্যমে মানবেন্দ্র ঘোষের নামে শেখ হাসিনার দানব মুখাকৃতি তৈরির প্রচারণা চালানো হয়। তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ জিডি করেন। এরপর থেকে পুলিশ তার নিরাপত্তাজনিত খোঁজখবর রাখতে থাকে। কিন্তু মঙ্গলবার রাত আড়াইটার দিকে তার বাড়ির কাচারি ঘরে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়া শুরু করেছি।

উল্লেখ্য, ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির কাছাকাছি। এ ঘটনাটি পতিত আওয়ামী লীগ সরকারের লোকজন ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |