ঘন কুয়াশার কারণে টানা ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। এর আগে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে আটকে যায় তিনটি ফেরিসহ অর্ধশতাধিক যানবাহন।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় ফেরি চলাচল। এর আগে ভোর সাড়ে পাঁচটা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ৩টা থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার পর থেকে নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। পরে ভোর ৫টা ৩০ মিনিটে নৌ-রুটে কুয়াশা তীব্র আকার ধারণ করে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য, ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক আবদুল কালাম গণমাধ্যমকে জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।
আরটিভি/এএএ/এআর