• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
মোরেলগঞ্জে এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ 
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ দাবি
বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের বিরুদ্ধে করোনার সময়ে হাসপাতালে কাজ করা স্বেচ্ছাসেবকদের জন্য সরকারি বরাদ্দের সম্মানি ভাতা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।  এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজমুস সাকিব হাওলাদার, মশিউর রহমান, একরামুজ্জামান, এইচ এম তোফাজ্জেল প্রমুখ। ভুক্তভোগীরা বলেন, করোনার সময়ে হাসপাতালে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। পরে সরকার তাদের জন্য ৮ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়। এ টাকা তাদের না দিয়ে ডা. শর্মী রায় আত্মসাৎ করেছেন। এ ছাড়া মাস্টাররোলের কর্মচারী সুইপার, আয়াদের কাছ থেকেও গ্রহণ করেছেন। তিনি নানা অনিয়মের সঙ্গে জড়িত।  তারা আরও বলেন, বিগত সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি হাসপাতালটিকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। তার স্বামী ডা. রাহুল দেব উপজেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কারও প্রতিবাদ করার সাহস ছিল না। তার পদত্যাগ ও বিচার দাবি করেন বক্তারা। আরটিভি/এমকে/এআর
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কারাগারে ছাত্রলীগ নেতা
মুরগির ঘরে ৭ ফুট লম্বা অজগর
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাগেরহাটের মোরেলগঞ্জ স্টিলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একটি দূরপাল্লার পরিবহন আটকে গেছে।  বুধবার (১৭ এপ্রিল) ভোরে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের গাড়িটি এ দুর্ঘটনার কবলে পড়ে।  সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদযাত্রার ৭০-৮০টি পরিবহন আটকে রয়েছে। এতে ঈদের ছুটি শেষে ঘরে ফেরা কমপক্ষে ৩ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে ফিরে গেছেন। বুধবার সকাল ৮টার দিকে বিভিন্ন কোম্পানি কিছু বাড়তি গাড়ি জোগাড় করে যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।  এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কোন যাত্রী ছিলোনা। গাড়ি রেখে এর চালক, সকলে পালিয়ে গেছেন। 
বাগেরহাটে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে পানগুছি নদীতে ডুবে ইমাম হোসেন গাজী (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছেন।  শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে শ্রেণিখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সরাফত আলী গাজীর ছেলে ইমাম হোসেন তার দাদা খলিল গাজীর সঙ্গে বাড়ির সামনে পানগুছি নদীতে মাছ ধরতে যায়। একসময় জালের দড়িতে পেঁচিয়ে জালের সঙ্গে ডুবে যায়। বেলা ১২টার দিকে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে। ইমাম হোসেন স্থানীয় শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। সে লেখাড়ায় ভাল ছিল বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান। ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল।
বাগেরহাটে জুস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
বাগেরহাটে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে টাটা ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্ট নামে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুঁটিখালী গ্রামের শহীদ মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে এই জরিমানা করে। বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ও ভেজাল জুস তৈরির অপরাধে মো. আলী আকবর শেখকে (৩৮) এক লাখ টাকা জরিমানা করেন এবং তিন হাজার কেজি জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল এবং বিপুল পরিমাণ ভেজাল জুস ধ্বংস করা হয়।  
চুরি হওয়া ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে চুরি হওয়ার পর ঘরে পাওয়া গেছে বাড়ির গৃহকর্ত্রী পারভিন বেগমের (৫৫) মরদেহ। মোরেলগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। পারভিন গাবগাছিয়া গ্রামের মজিবর রহমান শেখের প্রথম স্ত্রী।  আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২   মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে মজিবর রহমানের ওই বাড়িতে অজ্ঞাত চোরেরা বেড়া ভেঙে ঘরে ঢুকে। পরে পারভিন বেগমের মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়। চুরি করে চোর পালিয়ে যাওয়ার পরে পারভিন বেগমকে ঘরের অপর একটি কক্ষে খাটের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার রাতে ওই ঘরে পারভিন বেগম ও তার মেয়ে হাফসা বেগম (২৫) না থাকায় এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন আসল রহস্য তদন্তের পরই বেড়িয়ে আসবে । আরও পড়ুন : খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা   এদিকে খবর পেয়ে মঙ্গলবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিকেলে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ঘটনাটি রহস্যজনক মনে করে মোরেলগঞ্জ থানা পুলিশ, বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ঘটনাটি ছায়া তদন্তের জন্য অনুরোধ জানিয়েছে।   এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। আপাতত একটি জিডি করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পিবিআইকেও অনুরোধ করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।’
নৌকার বিজয়ের পর গোসল করবেন বাদশা
বাগেরহাটের মোড়েলগঞ্জের স্থানীয় বাসিন্দা মো. বাদশা। ভালোবাসেন বঙ্গবন্ধুর নৌকাকে। সেই ভালোবাসার জায়গা থেকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী এক প্রচারণায় নেমেছিলেন তিনি। খুলনা ও বাগেরহাটে বিভিন্ন আসনে খালি গায়ে হেঁটে হেঁটে নৌকার প্রচারণা চালিয়ে এবার সমগ্র দেশেই আলোচনায় ছিলেন নৌকার এ সমর্থক।  রোববার (৭ জানুয়ারি) নৌকার জয়ের পর গোসল করে ঘরে উঠবেন বহরবুনিয়া ইউনিয়নের এই সন্তান। এমনই ঘোষণা দিয়েছেন নৌকাপ্রেমী এ যুবক।  নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর থেকে খালি গায়ে ও গোসল না করে একটানা নৌকার প্রচারণা চালিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বাদশা বলেন, আমি বেশিরভাগ (৮০ শতাংশ) সময় পাঁয়ে হেটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রচারণা চালিয়েছি। তবে দূরে যাওয়ার সময় শুধু গাড়িতে উঠি। তফসিল ঘোষণার পর থেকে আমি এভাবেই প্রচারণা চালিয়েছি। বাদশা আরও বলেন, গোসল করলে শরীরে আঁকা ছবি-প্রতীক মুছে যাবে, তাই গোসল করি না। রোববার নৌকা বিজয়ী হওয়ার পর গোসল করে ঘরে উঠবো।
জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শাহিনুর বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শাহিনুর মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।  বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন। নিহতের পরিবারের বরাতে ওসি শামসুদ্দিন বলেন, জাকির তালুকদারের সঙ্গে চাচাতো ভাই ফেরদাউস তালুকদারের জমিজমার বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদের একপর্যায়ে সংঘর্ষে হয়। এ সময় ফেরদাউস লাঠি দিয়ে শাহিনুর বেগমকে মাথায় আঘাত করলে তিনি  মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মারধরের সময় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন বলেও নিহতের পরিবার দাবি করেছে।  ওসি শামসুদ্দিন আরও বলেন, শাহিনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।