বাগেরহাটের মোংলায় নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মুরগির গ্রিল ও নান রুটি খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
মঙ্গল ও বুধবার (৫ ও ৬ নভেম্বর) শেখ আব্দুল হাই সড়কের নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্রিল ও নান রুটি খান তারা।
এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফসানা নাইম বলেন, শহরের নির্দিষ্ট একটি হোটেলে খাবার খেয়ে গত দুই দিন ধরে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। এই মুহূর্তে আমার হাসপাতালে ১৫ জনের মতো এখনও ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।
নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম বলেন, এটা কীভাবে হয়েছে জানি না। অসুস্থ রোগীদের অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন, তাদের নিজেদের জন্য হয়েছে, এটার জন্য আমি দায়ী না।
তবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসু দেব কুমার বিশ্বাস বলেন, হোটেল মালিক খোরশেদ আলমকে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে এনে সতর্ক করা হয়। পরে এ ঘটনার জন্য খোরশেদ আলম দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, অসুস্থ রোগীদের অভিযোগ পেলে তদন্ত করে হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ/এআর