• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর
‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই সিভিল সার্জনকে ওএসডি 
সরকারি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলা বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ আবশ্যিকভাবে রোববার (৩ নভেম্বর) অবমুক্ত হবেন। সোমবার (৪ নভেম্বর) ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন। গত ২৪ অক্টোবর বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওইদিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে ২৭ অক্টোবর একই দাবিতে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ দিকে বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেন না। একটি সূত্র জানিয়েছে ডা. জালাল উদ্দিন আহমেদ বাগেরহাটে নেই। তবে এই সময়ের মধ্যে তিনি ঢাকায় থেকে সিভিল সার্জন হিসেবে সরকারি সভায় যোগদান করেছেন। আরটিভি/এমকে-টি
বাগেরহাটে গভীর রাত পর্যন্ত মাছ বাজারে উপচে পড়া ভিড়
বাগেরহাটে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নিহত ৪
বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটের ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা
রেমালের তাণ্ডব / সুন্দরবনে হরিণসহ ১শ' মৃত প্রাণী উদ্ধার
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনে মারা যাওয়া হরিণসহ ১০০টি মৃতপ্রাণীর দেহ উদ্ধার করা হয়েছে। গত ৫দিন সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৯৬টি হরিণ ও ৪টি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও ১৮টি জীবিত হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘূর্ণিঝড়ের সময় পানির তোড়ে সুন্দরবনের গহিনে চলে যাওয়ায় হরিণগুলো সাঁতরে উচু স্থানে আশ্রয় নিতে পারেনি। এ কারণে হরিণগুলো মারা যেতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারে সুন্দরবনে জোয়ারের উচ্চতা ছিল ৮ থেকে ১০ফুট।
বাগেরহাটে আশ্রয়কেন্দ্রে ৭০ হাজার মানুষ 
প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ গতি বাড়িয়ে উপকূলে আঘাত হেনেছে। রোববার (২৬ মে) সন্ধ্যা থেকেই আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেন উপকূলবাসী। রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবকরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য স্থানীয়দের সহযোগিতা করেন।  জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৭০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছেছে। ৫ হাজার গবাদি পশুকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান রোববার রাত ৯টায় জানান, জেলায় মোট ৩৫৯টি আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার ৩শ’ জন পুরুষ, ৩৩ হাজার জন নারী, ১০ হাজার ৮৯৭ জন শিশু ও ১৫৮ জন প্রতিবন্ধী আশ্রয় নিয়েছেন। এ ছাড়া ২ হাজার ২৫৩টি গরু-মহিষ, ১ হাজার ৯২৭টি ছাগল-ভেড়া ও ৮৪টি অন্যান্য পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। রেমালকে কেন্দ্র করে স্থানীয়দের সতর্ক করতে প্রচারণা করেছে কোস্টগার্ড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা। ঝুঁকিপূর্ণ স্থান থেকে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষকে। তবে সারাদিন আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষজন কম গেলেও সন্ধ্যার দিকে মানুষের ভিড় লক্ষ্য করা যায়।  শরণখোলা উপজেলার সগির মিস্ত্রি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ঝড় অন্যদিকে চলে যাবে। এজন্য দিনের বেলায় আশ্রয়কেন্দ্রে আসিনি। যতই সময় বাড়ছে আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে। বাড়ির সবকিছু গোছগাছ করে রেখে সন্ধ্যার ভেতর আশ্রয়কেন্দ্রে চলে এসেছি।’ মোংলার মহিদুল ইসলাম বলেন, ‘শুনছি বন্যা আসতেছে, পরিবারের সকলকে নিয়ে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে চলে আসছি। পরিস্থিতি যা দেখতেছি, তাতে মনে হয় বাড়ি থাকলে ক্ষতির সম্মুখিন হবো।’ বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জেলায় মোট ৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে ৭০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নৌবাহিনী, কোস্ট গার্ড, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য কাজ করছে।’
তীব্র গরমে শ্রেণিকক্ষে ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি 
বাগেরহাটে শ্রেণিকক্ষে সায়লা আক্তার সাথী নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদরের উপজেলার মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। পরে অভিভাবক এসে হাসপাতালে নিয়ে যায়। সায়লা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং মগরাহাট গ্রামের মোশাররফের মেয়ে। এ বিষয়ে দশম শ্রেণির শিক্ষার্থী আসমানী আক্তার বলেন, আমাদের ক্লাসে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। তবে এই গরমে মাত্র ৬-৭ জন ক্লাস করছি। ওপরে টিনশেড সঙ্গে লোডশেডিং, খুবই কষ্ট হয়। এই গরমে ছোট বোন অসুস্থ হয়ে পড়েছে। সরকার যদি মর্নিং স্কুল করে দেয় তাহলে সুন্দরভাবে ক্লাস করতে পারব। অসুস্থ সায়লা আক্তার সাথী বলেন, অনেক দিন স্কুল বন্ধ থাকার পর আসছি। ক্লাসের টিনশেড এবং লোডশেডিং হওয়ায় প্রচণ্ড গরমে মাথা ঘুরে পড়ে যাই। এরপর হাসপাতালে নিয়ে আসে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাসিবুর রহমান বলেন, আমাদের স্কুলে ১৫২ শিক্ষার্থীর মাঝে উপস্থিত ৪৮ জন। তীব্র গরমে অনেক শিক্ষার্থী উপস্থিত হচ্ছে না। ইতোমধ্যে একজন অসুস্থ হয়েছে। তাকে আমরা জেলা হাসপাতালে পাঠিয়েছি। নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাই না। সরকার যদি মর্নিং স্কুলের ব্যবস্থা করে বা অনলাইনে ক্লাস করার মতো ব্যবস্থা করে, তাহলে বাড়িতে থেকে ক্লাস করতে পারবে।
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এ সময় কচুয়ায় বজ্রপাতে এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। কেন্দ্রীয় বাস-টার্মিনালে একটি সাইনবোর্ড ভেঙে দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়ে এক বাস শ্রমিক আহত হয়েছেন। অপরদিকে শহরতলির মারিয়াপল্লীতে এক নারী আহত হয়েছেন। জেলা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়েছে। এতে জেলা সদরসহ পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ রাতের মতো অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী এ ঝড়ে বাগেরহাট পৌরসভার ও জেলার বিভিন্ন স্থানে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামামান জানান, সদর উপজেলার জেলার মারিয়াপল্লীতে ১৫ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় এক নারী আহত হয়। এ ছাড়া আরও কিছু এলাকায় মসজিদ, মন্দির ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কচুয়ার চরসোনাকুড় গ্রামে গরু আনতে গিয়ে  বজ্রপাতে লিকসান সরদার (৩২) নামের এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। সকালে তিনি মাঠে গরু আনতে যান। তিনি কচুয়া উপজেলার চরসোনাকুড় আলিম মাদরাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, বাগেরহাট সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ঘুরলেন সুইডেন-জার্মানের ২০ পর্যটক
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ঘুরে গেলেন সুইডেন-জার্মানের ২০ পর্যটক।  শুক্রবার (২২ মার্চ) সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন বিদেশি পর্যটকরা।  দীর্ঘক্ষণ ষাটগম্বুজ মসজিদ, ঘোড়া দিঘী ও আশপাশের প্রাচীন স্থাপনা ঘুরে দেখে পুনরায় সড়ক পথে মোংলায় ফেরেন তারা। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এ স্থাপনা দেখে আনন্দ প্রকাশ করেন বিদেশীরা। এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে মোংলা বন্দর এলাকায় পৌঁছায় এ বিদেশি পর্যটকরা। তারা সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। বিদেশি দর্শনার্থীদের মধ্যে সুইডেনের ১৫ এবং জার্মানের ৫ জন নাগরিক রয়েছেন। বাগেরহাট টুরিস্ট পুলিশের ওসি নুরুল ইসলাম বলেন, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বিদেশি পর্যটকরা ষাটগম্বুজ ভ্রমণ করেছেন। সড়ক পথে মোংলা পৌঁছে, আজকেই প্রমোদতরী গঙ্গা বিলাসে নদী পথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন শেষ করবেন বিদেশিরা।  সকল প্রক্রিয়া শেষে তারা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশি জলসীমা ত্যাগ করবেন বলে জানান এ কর্মকর্তা।
বা‌গেরহা‌টে ১৬ লাখ টাকার জাল নোটসহ আটক ১
বা‌গেরহা‌টে ১৬ লাখ টাকার জাল নোট, বিপুল প‌রিমাণ সরঞ্জাম ও জাল টাকা তৈরির মেশিনসহ মো. ফয়সাল ইউনুস (৩০) না‌মের এক যুবককে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (১৫ মার্চ) বি‌কে‌লে বাগেরহাট পৌরসভার যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনের আলহাজ্ব আব্দুল গফুর প্লাজার ৬ষ্ঠ তলায় অ‌ভিযান চা‌লি‌য়ে ডি‌বি পু‌লিশ তা‌কে আটক ক‌রে। আটক মো. ফয়সাল ইউনুস কচুয়া উপ‌জেলার বা‌রোদারিয়া গ্রা‌মের ম‌হিউদ্দীন শে‌খের ছে‌লে। বা‌গেরহাট ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বা‌গেরহাট জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এক‌টি দল যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনের আলহাজ্ব আব্দুল গফুর প্লাজার ৬ তলায় অ‌ভিযান চালা‌য়। এ সময় মহিউদ্দিন শেখের ছেলে ফয়সাল ইউনুসকে (৩৫) জাল নোট তৈরির সামগ্রীসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফয়সাল ইউনুস ৪ মাস পূর্বে বাসা ভাড়া নি‌য়ে জাল‌ নোট তৈ‌রির কাজ ক‌রে আস‌ছিল। এ চ‌ক্রের অন‌্য সদস‌্যদের আটকের জন‌্য পু‌লিশ কাজ কর‌বে ব‌লে জানান তিনি।