• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ দাবি

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ দাবি
ছবি : আরটিভি

বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের বিরুদ্ধে করোনার সময়ে হাসপাতালে কাজ করা স্বেচ্ছাসেবকদের জন্য সরকারি বরাদ্দের সম্মানি ভাতা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজমুস সাকিব হাওলাদার, মশিউর রহমান, একরামুজ্জামান, এইচ এম তোফাজ্জেল প্রমুখ।

ভুক্তভোগীরা বলেন, করোনার সময়ে হাসপাতালে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। পরে সরকার তাদের জন্য ৮ লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়। এ টাকা তাদের না দিয়ে ডা. শর্মী রায় আত্মসাৎ করেছেন।

এ ছাড়া মাস্টাররোলের কর্মচারী সুইপার, আয়াদের কাছ থেকেও গ্রহণ করেছেন। তিনি নানা অনিয়মের সঙ্গে জড়িত।

তারা আরও বলেন, বিগত সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি হাসপাতালটিকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। তার স্বামী ডা. রাহুল দেব উপজেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কারও প্রতিবাদ করার সাহস ছিল না। তার পদত্যাগ ও বিচার দাবি করেন বক্তারা।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
মোরেলগঞ্জে এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ 
বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
হোটেলে গ্রিল-নান খেয়ে ৪০ জন অসুস্থ