• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু
জামালপুরে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম হালিম (৬২)। সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার স্থানীয় বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারগঞ্জ উপজেলা থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল একটি বালুবোঝাই ট্রাক। হাজরাবাড়ী বাজারে ট্রাকটি পৌঁছালে একটি অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করতে গেলে ধাক্কা লাগে। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি মো. রাজু আহাম্মদ। তিনি বলেন, ট্রাকচাপায় এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ময়মনসিংহে বালু বিক্রিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নারী নিহত
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ
তারাবি পড়তে গিয়ে নিখোঁজ, ভুট্টাখেতে মিলল মরদেহ
ময়মনসিংহে কাউন্সিলরের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহের সদ্য নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে কাউন্সিলর শামসুল হক লিটনের সমর্থক এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন করেছে।  এতে কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন।  এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. আনিসুর রহমান, মামুন আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।     বক্তারা বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, হামলাকারী প্রকাশ্য ঘোরাফেরা করছে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচিসহ থানা ঘেরাও করা হবে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। কাউকে ছাড় নয়, তদন্ত চলছে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   এর আগে শুক্রবার রাতে নগরীর আকুয়া এলাকায় এ পাল্টাপাল্টি হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।   সূত্র জানায়, বিগত সংসদ নির্বাচনের পর থেকে এলাকায় দুটি পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে কাউন্সিলর শামছুল হক লিটনের ভাতিজা ও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম স্বপনের বাগবিতন্ডা ও সংঘর্ষ হয় স্থানীয় যুবলীগ নেতা শরীফের। এতে যুবলীগ নেতা শরীফ আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঘটনাটি জানতে পেরে কাউন্সিলর শামছুল হক লিটন মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমানের সঙ্গে শরীফকে দেখতে হাসপাতালে যান। এ সময় শরীফের ভাই ইয়াসিন হাসপাতালে কাউন্সিলর লিটনের ওপর হামলা চালান। এতে নাক ফেটে লিটন রক্তাক্ত হলে তাকেও হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।     এ দিকে ঘটনায় বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। তিনি তার পোস্টে লিখেছেন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন ভাইয়ের ওপর হামলাকারী ও চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।  
ময়মনসিংহে ৩ পুলিশ কর্মকর্তার ওপর হামলা, আসামি ছিনতাই
ময়মনসিংহের ত্রিশালে পুলিশের ৩ কর্মকর্তাকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।  রোববার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় ত্রিশালের ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  আহত পুলিশ কর্মকর্তারা হলেন এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫) ও এএসআই রাকিব (৩৯)। তারা প্রত্যেকেই ত্রিশাল থানায় কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি জানান, এএসআই রাকিবের পেটে কোপ লেগেছে। তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন। এ ছাড়া এসআই ইসমাইলের পিঠে ও এএসআই রসুলের কনুইয়ের ওপরে কোপানোর আঘাত রয়েছে। শুরুতে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। আহতদের বেডে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রাকিবের অবস্থা কিছুটা গুরুতর। ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান, বেদেনা নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান ওই পুলিশ কর্মকর্তারা। আসামিকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত চালক
জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে নাক ফেটে গুরুতর আহত হয়েছেন ট্রেনচালক মো. আতিকুল ইসলাম (৪২)। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।  আহত ট্রেনচালক আতিকুল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত এসআই হানিফ মিয়া। তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বোকাইনগর এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ শুরু করে দুর্বৃত্তরা। পাথর এসে ট্রেনচালক মো. আতিকুল ইসলামের নাকে লাগে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে চালক আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রেনচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।
জিম্মি রুকনের ঘরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, মা-বাবার আহাজারি
ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি হওয়া ২৩ জন বাংলাদেশি নাবিকদের মধ্যে একজন নেত্রকোণার রুকন উদ্দিন। ছেলের জিম্মির খবর পেয়ে বিলাপ করছেন তার মা-বাবা। অন্যদিকে এ খবরে অসুস্থ হয়ে পড়েছেন তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার (১৩ মার্চ) সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বাঘরোয়া গ্রামে রুকন উদ্দিন বাড়িতে যেয়ে এ চিত্র দেখা গেছে। জানা গেছে, বাঘরোয়া গ্রামের কৃষক মিরাজ আলী ও লুৎফুর নাহারের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তৃতীয় রুকন। বাবা-মা ও বড় ভাই কাজ করে রুকনকে পড়াশোনা করিয়েছিলেন। ভালো শিক্ষার্থী হওয়ায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার পাশ করেন ২০১৩ সালে। পরে ২০১৫ সালে চাকুরিতে যোগদান করেন। গত বছরের নভেম্বর মাসে বর্তমান শিপ কোম্পানিতে যোগদান করেন ছেলের জিম্মির খবর পেয়ে বিলাপ করছেন তার মা-বাবা। তাদের আহাজারিতে আশপাশের এলাকার মানুষের ভিড় জমেছে বাড়িতে। রুকনকে সুস্থভাবে ফিরে পেতে অপেক্ষায় রয়েছে স্বজনরা। প্রথম রোজার দিন মায়ের সাথে কথা বলেন। কিন্তু এরপর থেকে মা-বাবা ভাই-বোনেরা জানতে পারেন তার জাহাজ দস্যুদের কবলে। এই খবরে বাড়িতে কান্নার রোল পড়েছে। এ খবরে অন্তঃসত্ত্বা আট মাসের স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের মানুষ দেখতে এসে তারাও কান্নায় ভেঙে পরেছেন। সকলের একটাই দাবী সুস্থভাবে সন্তান ও স্বজনকে ফিরে পাওয়ার। ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি একটি জাহাজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি আছেন জাহাজটির ২৩ জন নাবিক। এরই মধ্যে ভয়ানক হুমকির খবর ভেসে এসেছে জিম্মি জাহাজটি থেকে।
নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান আউয়াল গ্রেপ্তার
নেত্রকোণার দুর্গাপুরের কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের একটি এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।  জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।  গ্রেপ্তার হওয়া আব্দুল আউয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব।  তার নামে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা, খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে।  এ বিষয়ে নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগেও তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা রয়েছে।
বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১  
জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি মতিন রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুজ্জামান তৌহিদ নামে একজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক মতিন রহমান জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই। সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তার সমর্থক ও আত্মীয় স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। পরে আমার সহকর্মীদের সহযোগিতায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।  এ দিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মতিন রহমান। অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি তৌহিদুজ্জামান তৌহিদকে (৪৩) গ্রেপ্তার করেছে। আটককৃত তৌহিদ নামাপাড়া এলাকার আবিরুজ্জামান আক্কাছের ছেলে। বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, সাংবাদিককের ওপর হামলা ও মারধরের ঘটনায় থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলা ও তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।