• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo
মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার 
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম‍্যাগজিন জব্দ করা হয়।  মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।  এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়।  বুলবুল আহম্মেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।  প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রেবাস ভাঙচুর করা হয়।   তিনি আরও বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।  ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) মো. আবুল হোসেনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলাম।  আরটিভি/এমকে
আ.লীগ নেতার বাড়িতে গোপন বৈঠককালে আটক ৮
প্রতিবেশীর নির্যাতন, পরিবার নিয়ে বাড়ি ছাড়া সমন্বয়ক রোমানা 
বকশীগঞ্জে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে সরিষা চাষে এবার বাম্পার ফলন
জামালপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, চলাচল বন্ধ
জামালপুরের মেলান্দহে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে আছে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। এতে বন্ধ রয়েছে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল।  মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তবে কেউ হতাহত হয়নি।  রেলওয়ে পুলিশ জানায়, বিকেল ৩ টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি। পরে দুরমুট স্টেশন পাড় হওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ইঞ্জিন মেরামত কাজ করছে টেকনিশিয়ানরা। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা স্বাভাবিক রয়েছে।  জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন রওনা করেছে। খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এই পথে।  আরটিভি/এএএ   
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোন উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারা আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। বলা যায় অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে।  মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলাবাহিনী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেয়া হবে যেগুলো অসম আছে সেগুলো সমস্যা কি ভাবে সমাধান করা যায়। সারের কোন সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। কোন ডিলার যদি এসবের সঙ্গে জড়িত থাকেন তাহলে আগামী মাস থেকেই তাদেরর ডিলারশিপ চলে যাবে। কোন অবস্থায় তাদের ছাড় দেয়া হবে না। কৃষকরা দেশের প্রাণ, তারা অবশ্যই ন্যায্য মূল্যে সার পাবে। সংকট কাটিয়ে পুলিশবাহিনী আস্তে আস্তে তাদের কার্যক্রম ত্বরান্বিত করছে বলেও জানান উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমানসহ অন্যরা। আরটিভি/এএএ 
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আহসান হাবীব আবিরকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কলেজের সামনে আহত শিক্ষার্থীর সহপাঠী এবং শিক্ষকরা এ মানববন্ধনের আয়োজন করেন।  মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কাজী হাদিউল ইসলাম টুটুল, সহকারী অধ্যাপক এনায়েতুর রহমান, শরীফ মোহাম্মদ গোলাম কবীর, মিজানুর রহমান, আহতের বাবা গোলাম সারওয়ার শিক্ষার্থী সাদমান শাহরিয়ার অপি, নাজমুস সাকুব আকন্দ প্রমুখ।  ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।  পূর্ব বিরোধের জেরে গত ১২ জানুয়ারি বিকেলে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে নগরীর বাউন্ডারি রোডে প্রগ্রেসিভ ইউনাইটেড স্কুলের ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এ ঘটনায় আহতের ফুপু নাদিরা পারভীন বাদী কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের করেছেন। আহত আহসান হাবীব আবির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরটিভি/এমকে/এস
কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহে থানার ঘাট-সংলগ্ন হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহের (রহ.) মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।  বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান। তিনি বলেন, এ নির্দেশনা জারির বিষয়টি এলাকায় মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয়েছে। মাজারের পক্ষে এবং বিপক্ষে একই সময়ে দু’পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বতর্মানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  এর আগে, সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত মঙ্গলবার একাধিক পক্ষ হতে একই স্থানে এবং একই সময়ে সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে। উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো। এ নির্দেশনা জারি থাকাকালীন সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।  উল্লেখ্য, হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহের (রহ.) মাজারে গত ৮ জানুয়ারি ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। এরপর রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর সাড়ে ১১টার দিকে সেখানে হামলা হয়। দ্রুত শিল্পীদের সরিয়ে দেওয়া হয়। মঞ্চ ও চেয়ার গুঁড়িয়ে চলে যান দুর্বৃত্তরা। পরে রাত ৩টার দিকে মাজারে হামলা হয়। এ সময় মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।  আরটিভি/এমকে/এস
বাঁশঝাড়ের মাথায় উঠলেন গৃহবধূ, অতঃপর...
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৫০ ফুট উঁচুতে বাঁশঝাড়ের উপর উঠে চিৎকার করছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এলাকাবাসী ও স্বজনরা বহু চেষ্টা করেও ব্যর্থ তাকে নিচে নামাতে ব্যর্থ হলে জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসের সদস্যদের ডাকা হয়। পরে দু-তিন ঘণ্টার চেষ্টায় ওই নারীকে নিচে নামানো হয়। সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার। সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ফায়ার ফাইটার হারুন-অর-রশিদ।   স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে হঠাৎ ওই গৃহবধূ নিখোঁজ হন। তার স্বামীসহ স্বজনেরা তাকে খুঁজতে থাকেন। বাড়ির পাশে একটি মসজিদের পাশে বিশাল বাঁশঝাড়ের ওপর দাঁড়িয়ে ওই নারীকে চিৎকার করতে দেখেন স্থানীয় লোকজন। তখন স্বজন ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে বাঁশঝাড় থেকে নামাতে পারেননি। এরপর কল করা হয় ৯৯৯ নম্বরে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই থেকে তিন ঘণ্টার প্রচেষ্টায় ওই নারীকে বাঁশঝাড়ের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনেন। এ বিষয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ফায়ার ফাইটার হারুণ অর রশিদ বলেন, ‘বাঁশঝাড়ের ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে ওই নারী উঠে বসে ছিলেন। বাঁশঝাড়টি বাতাসে দুলছিল। যেকোনো সময় ওই নারী পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। পরে কৌশল করে বাঁশে দড়ি বেঁধে ওপরে উঠে ওই নারীকে নামিয়ে আনা হয়।’ হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে ফায়ার সার্ভিস ওই নারীকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।’ আরটিভি/এমকে
নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
নেত্রকোণায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে (৬৬) কুপিয়ে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পিবিআই। রোববার (১২ জানুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলী খাঁনের ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিল্লাহ (২৬)। অপূর্ব পেশায় মোটরসাইকেল মেকানিক এবং বাকী বিল্লাহ টিভি ও ফ্রিজ মেকানিক। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাড়াশি অভিযান চালাচ্ছেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার বলেন, শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাদেরকে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হবে। হত্যায় সরাসরি সম্পৃক্ত গ্রেপ্তার দুইজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, নিহত এসআই শফিকুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ওইদিন রাতেই পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পিবিআই তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আরটিভি/এএএ