• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo
মমেক হাসপাতালে আন্দোলনে আহতদের মারধর, তদন্ত কমিটি
চিকিৎসককে মারধরে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
জামালপুরের বকশীগঞ্জে চিকিৎসকের অবহেলায় রজব আলী (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগে এক চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন ভর্তিরত রোগীরা। এ ছাড়াও আগত রোগীরা চিকিৎসা না পেয়ে অন্যত্র ফিরে যাচ্ছেন। জানা যায়, সোমবার বিকাল ৫টার দিকে বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রিকশাচালক। তিনি পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রজব আলীর স্বজন ও স্থানীয় এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে। এ সময় রজব আলীর স্বজন ও তাদের লোকজন হাসপাতালে আরএমও ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন। মৃত রজব আলীর ছেলে নুর আলম জানান, আমার বাবার অবস্থা খারাপের দিকে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসমা লাবনীকে ডাকা হলে তিনি আসেন নি। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ব্যাপারে আরএমও ডা. আসমা লাবনী বলেন, রোগীর অবস্থা আগে থেকে খারাপ থাকায় তাকে রেফার্ড করার কথা বলা হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা আর্থিক সংকটের কথা বলে হাসপাতালে ভর্তি করেন। এখানে রোগীর চিকিৎসায় কোন অবহেলা হয়নি। এ দিকে হাসপাতালের চিকিৎসককে মারধরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অর্নিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেন কর্মরত সকল চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স এবং কর্মচারীরা। হামলায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।   হাসপাতালের নার্স ও কর্মচারীরা জানান, যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসক কর্মচারীরা কর্মস্থলে নিরাপত্তা না পেলে তারা কিভাবে কাজ করবেন। তাই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, একজন নারী চিকিৎসককে মারধরের ঘটনায় আমরা বসে থাকতে পারি না। আমাদের দাবি মানা না হলে কর্মবিরতি চলতেই থাকবে। আমরা এ ঘটনায় মামলা দায়ের করব। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, সোমবার হাসপাতালের চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় কোন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে-টি
বিএনপি আর্তমানবতার সেবায় কাজ করছে: প্রিন্স
মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়: ফয়জুল করীম
ভিমরুলের কামড়ে শিশুসহ আহত ৩০
মসিকের ২ কাউন্সিলর বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার 
হোঁচট খেয়ে পড়তে হয় এমন কিছু করা যাবে না: এমরান সালেহ প্রিন্স
যুবদল নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংস্কার ও নির্বাচনের পথে এমন কিছু করা যাবে না, যাতে হোঁচট খেয়ে পড়তে হয়। রোববার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখা আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  এমরান সালেহ প্রিন্স যুবদলের নেতাকর্মীদের প্রতি রাজনৈতিক অঙ্গনের চলমান ঘটনা প্রবাহের দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বিজয় যাতে নস্যাৎ না হয়, সেদিকে নজর রাখতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আংশিক বিজয় অর্জন হয়েছে। পরিপূর্ণ বিজয় অর্জনে অতি দ্রুত বহু পথ যেতে হবে। সংস্কার ও নির্বাচনের পথে এমন কিছু করা যাবে না, যাতে হোঁচট খেয়ে পড়তে হয়। তিনি বলেন, হঠকারিতা পরিহার করে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনের রোডম্যাপ এখন পর্যন্ত ঘোষিত না হওয়ায় উষ্মা প্রকাশ করেন তিনি।  এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচন প্রলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠবে। নিরপেক্ষ নির্বাচনের লক্ষে অতি প্রয়োজনীয় ও জরুরি সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠন করে পরিপূর্ণ সংস্কার ও রাষ্ট্র মেরামত করতে হবে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের সাহসী ভূমিকার প্রশংসা করে সব নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে পরিপূর্ণ বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আনন্দ উল্লাস নয়, আর্ত মানবতার সেবায় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসর্গ করে জাতীয়তাবাদী যুবদল জনসেবায় তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে।  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতার ফ্রি মেডিকেল ক্যাম্পে সম্প্রতি বন্যায় রোগাক্রান্তসহ অন্যান্য ১৬ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়াও এমরান সালেহ প্রিন্স রোববার বিকেলে হালুয়াঘাটের চর বাঙ্গালিয়া উচ্চবিদ্যালয় মাঠে সদর ও গাজীর ভিটা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণ করেন। হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, ড্যাব নেতা ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরী ইমন, ডা.আব্দুল্লাহ আল মাহমুদ রতন, বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সদস্য আব্দুল মালেক সোহান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক মোফাজ্জল হোসেন, যুবদল নেতা হুমায়ুন কবির, আবুল কালাম, আব্দুল মোতালেব, সোহেল আল আজাদ, নুরুজ্জামান হেলাল, জাকির হোসেন, ইমরান জাহিন সুমন, মির্জা রনি, নাহিদ হাসান উজ্জ্বল, মাজহারুল ইসলাম রিপন, সারোয়ার হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান দুলাল, ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসিফ, মির্জা তায়েব, মোহায়মেনুল ইসলাম রবিন প্রমুখ উপস্থিত ছিলেন। আরটিভি/এসএপি
দুদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
ভারত সীমান্তে নিহত বাংলাদেশি যুবক রেজাউল করিমের (২৭) মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বিজয়পুর সীমান্ত দিয়ে জেলা পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় রেজাউল করিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। নিহত রেজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ৩১ বিজিবির অধীনস্থ মুন্সিপাড়া বিওপির ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দীগলবাঘ এলাকায় সীমান্ত পিলারের কাছ দিয়ে ৭ বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। তখন ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া দিলে ছয়জন পালাতে পারেন। এ সময় রেজাউল করিম কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। ভারতে লাশের ময়নাতদন্তের পর শনিবার বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। পরে জেলার দুর্গাপুর থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত করে ওই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/এসএপি-টি
ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি, যুবলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার বারহাট্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনার মামলায় যুবলীগ নেতা আদনালকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে উপজেলার বাউসী এলাকায় একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদনাল নেত্রকোনা বারহাট্টা উপজেলার মৌয়াটি গ্রামের হাবিবুর রহমান কাচু মিয়ার ছেলে। তিনি বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বারহাট্টা গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সেই মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে গত ১৯ আগস্ট থানায় মামলা হয়েছে। উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমিনুল ইসলাম বাদী হয়ে বারহাট্টা থানায় এ মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন, বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আদনসলসহ ৩৯ নেতাকর্মীকে আসামি করা হয়। এতে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়। এ মামলায় খায়রুল কবির খোকনকে গত ১১ সেপ্টেম্বরে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। অন্য আসামিরা সবাই পলাতক রয়েছেন। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তিনি একজন এজাহারভুক্ত আসামি। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসএপি-টি
মসিকের দাপুটে সাবেক প্যানেল মেয়র ডন আটক 
ময়মনসিংহ সিটি করপোরেশনের দাপুটে সাবেক প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।  শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের স্বপ্ন বাজার শপের সামনে থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শহিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে মসিকের সাবেক প্যানেল মেয়র আসিফ হোসেন ডনকে আটক করা হয়েছে।  তবে তাকে কোন মামলায় আটক দেখানো হয়েছে, তা নিশ্চিত করেননি তিনি। আরটিভি/এসএপি-টি
১৪০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার
শেরপুরে প্রাইভেটকার থেকে ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খোয়ারপাড় মোড়ে একটি প্রাইভেটকার থেকে এসব মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার রমজান আলী (২৪) জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাছ আলীর ছেলে। শেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের খোয়ারপাড় মোড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নালিতাবাড়ী থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেটকারটিকে চ্যালেঞ্জ করে তারা। পরে প্রাইভেটকারের গতিরোধ করে তাতে তল্লাশি চালালে প্রাইভেটকারে থাকা ৬টি প্লাস্টিকের বস্তায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪০ বোতল মদ পাওয়া যায়। তিনি জানান, মদসহ প্রাইভেটকার জব্দ করে চালক রমজান আলীকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  আরটিভি/এএএ/এসএ
মাছ ধরার জালে ধরা পড়ল অজগর
শেরপুরের নালিতাবাড়ীতে মাছ ধরার নিষিদ্ধ (চায়না দুয়ারি) জালে ধরা পড়েছে একটি অজগর সাপের বাচ্চা। অজগরটির ওজন ৪ কেজি, লম্বায় ৫ ফুট। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভটপুর গ্রামে সাপটি ধরা পড়ে।  স্থানীয়রা জানায়, নালিতাবাড়ীর গারো পাহাড়ের ভটপুর গ্রামের আশকর আলী নামে এক কৃষক মাছ ধরার জন্য চায়না দুয়ারী জাল বা ট্রেন জাল ধানখেতে পেতে রাখেন। বৃহস্পতিবার দুপুরে ওই জাল ওঠাতে গেলে ভেতরে একটি অজগরের বাচ্চা আটকে থাকতে দেখেন। পরে তিনি সাপটিকে জালসহ ডাঙ্গায় উঠিয়ে আনেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। বিকেলে অজগরটিকে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।  আরটিভি/এএএ