• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
গাইবান্ধায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
খাবারে বিষ মিশিয়ে গরু মেরে ফেলার অভিযোগ
পূর্বশত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে এদিন ভোররাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি বলেন, বাড়িতে দেশি জাতসহ ৬টি গরু লালনপালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি গরু মরে পড়ে আছে। রাতে কোনো একসময় বিষ প্রয়োগ করা খাবার খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি গাভি ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। গাভি দুটি প্রতিদিন ১০ থেকে ১২ লিটার দুধ দিত।  পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। এর আগেও প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে তাদের গোয়ালের তিনটি গরু মেরে ফেলেছেন।  সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, গরু দুটির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ল্যাবে বিভিন্ন নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মৃত গরু দুটির ময়নাতদন্তের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আরটিভি/এফআই/এস
নিখোঁজের চার দিন পর মাহিমের লাশ উদ্ধার
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় শেখ হাসিনাসহ ১০ জনের নামে মামলা
গাইবান্ধায় লরিচাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমার জৈন নতুনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।  শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  অসীম কুমার বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামি।  পুলিশ ও স্থানীয়রা জানান, অসীম কুমার জৈন নতুন বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বাজার এলাকার মানিক চাঁন জৈনের ছেলে। তিনি সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। এ ছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের এপিএস ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তেনের পর তার বিরুদ্ধে সোনাতলা থানায় ৫টি মামলা হয়। মামলার পর গ্রেপ্তার এড়াতে অসীম কুমার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, অসীম কুমার পাঁচটি মামলার পলাতক আসামি। বগুড়া পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে গাইবান্ধা সদর থানাকে অবহিত করে। সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় তাকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এএএ
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাযাত্রীর
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে ঢোলভাঙ্গার ঝিলবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু। নিতহ জুয়েল মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।   স্থানীয়রা জানান, জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় চেপে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে জুয়েল গুরুতর আহত হন। এরপর উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ আরটিভি/এমকে
গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ২২
গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।  শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. শাহিনুর ইসলাম। এর আগে শুক্রবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখায় ৫৫ জন অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ৫৫টি পদের বিপরীতে ১১ হাজার ৩৪১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা প্রশাসনের আওতাধীন রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় শনিবার প্রায় ২২ জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর লেখার মিল পাওয়া যায়নি।  ভাইভাবোর্ডের সামনে তারা স্বীকার করে, তাদের পরিবর্তে প্রক্সি ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায়, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।  ধারণা করা হচ্ছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পেছনে বিশাল কোনো সিন্ডিকেট জড়িত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তপূর্বক ঘটনার সম্পূর্ণ সত্যতা উদঘাটন করবে মর্মে আশা করা যায়। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জনকে শনিবার সকালে মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য ডাকা হয়। মৌখিক পরীক্ষা চলাকালে তাদের লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখার অসংগতি দেখা গেলে প্রক্সি পরীক্ষা দেওয়া ২২ জন পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়। পরে রাতে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়। গাইবান্ধা সদর থানার ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আটক ২২ জন প্রক্সি পরীক্ষার্থীর বিরুদ্ধে জেলা প্রশাসনের রাজস্ব শাখার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আরটিভি/এএএ/এআর
গাইবান্ধা জেলা টাস্কফোর্স কমিটির অভিযান
গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী পুরাতন বাজারে আজ অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি।  বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  অভিযানে মূল্য তালিকা ও মেমো না থাকা ও অতিরিক্ত দাম নেওয়ার কারণে বাজারে চারজন ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া বাজারে যাতায়াতের রাস্তা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে জেলা টাস্কফোর্স কমিটির সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় হয়। এ সময় ব্যবসায়ীরা গরুর মাংস প্রতি কেজিতে ২০ টাকা কমিয়ে ৬৬০ টাকা, দেশি মুরগি ১০ টাকা কমে ৪২০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজিতে ১০ টাকা কমে ২৮০ টাকা, ব্রয়লার প্রতি কেজিতে ১০ টাকা কমে ১৬৫ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১৮০ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে  ১১০ টাকা এবং  প্রতি হালি ডিম ৮ টাকা কমে ৪৮ টাকা বিক্রির সিদ্ধান্ত হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইশতিয়াক হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, ছাত্র প্রতিনিধি অতনু সাহা ও মেহজাবিন চৌধুরী প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, বাজার তদারকির পাশাপাশি ব্যবসায়ীরা পণ্যের দাম কম নিচ্ছে কি না সেটিও তদারকি করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আরটিভি/এমএ/এসএ
গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা খারিজ
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।  বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু জানান, অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। সেখানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে নিয়ে জনসম্মুখে মাহমুদুর রহমান আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ করা হয়। এ অভিযোগে ওই বছরের ১১ ডিসেম্বর গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরকার মো. শাহীদ হাসান লোটন গাইবান্ধা আমলি আদালতে মামলা করেন। আরটিভি/এমএ/এসএ
দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলার শিকার হয়েছেন শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক। হামলায় শফিকুলসহ বরযাত্রীদের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে পারভীন খাতুনের (২০) সঙ্গে শফিকুল ইসলামের প্রথম বিয়ে হয়। দেনমোহর নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা। আড়াই বছর দাম্পত্য জীবন কাটানোর পর শফিকুল তিন মাস আগে পারভীনকে তালাক দেন, তবে দেনমোহরের টাকা পরিশোধ না করেই তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। শফিকুলের দ্বিতীয় বিয়ে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া গ্রামের এক নারীর সঙ্গে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি বরযাত্রী নিয়ে মাইক্রোবাসে বিয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে ফকিরপাড়া এলাকায় সাবেক স্ত্রী পারভীন খাতুন ও তার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। শফিকুলসহ বরযাত্রীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে শফিকুলসহ তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারভীন খাতুন জানান, শফিকুল তাকে তালাক দেওয়ার পর দেনমোহরের ৪ লাখ টাকা পরিশোধ করেননি। টাকা না দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন। তাই তিনি শফিকুলের পথরোধ করেন। এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। বরসহ অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরটিভি/এএএ-টি