• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
গাইবান্ধায় স্কুল ও সওজের জায়গা দখল করে পুলিশের চাইনিজ রেস্তোরাঁ!
গাইবান্ধায় ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ, ভোগান্তি চরমে
গাইবান্ধা পৌরসভায় যানজট মুক্ত করতে প্রায় ৬ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা দুভাগে বিভক্ত করে একদিন পরপর চলাচলের নির্দেশনার প্রতিবাদে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন অটোরিকশা-ভ্যান মালিক ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে বেকায়দায় পড়েছেন পরিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে গাইবান্ধা পৌরসভা এলাকায় এ কর্মসূচি পালন করছে গাইবান্ধা রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। এ সময় তারা গাইবান্ধা পৌরসভায় ইজিবাইক, রিকশা, মিশুক চলাচলে পৌরসভার ‘অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত’ অবিলম্বে বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা কর্মবিরতির লিফলেট বিতরণ করেন।  পৌরসভার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বা অটোচালক শ্রমিকদের দাবি না মানা হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিযারিও দেওয়া হয়। সরেজমিনে গাইবান্ধা শহর ঘুরে দেখা যায়, জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ হেঁটেই চলেছেন গন্তব্যে পৌঁছাতে। বাড়তি ব্যাগ বহনে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী এবং অনার্স দ্বিতীয়ত বর্ষের পরিক্ষার্থীদের চরম ভোগান্তি পড়তে হয়েছে। কোনো যানবাহনে না পেয়ে তারা হেঁটেই পরিক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। যে সব আটো বা রিকশা আন্দোলনকারীদের সিদ্ধান্তের বাইরে গিয়ে রিকশা-ভ্যান বের করেছেন তাদের গাড়ির চাকার হাওয়া বের করা দেওয়া হচ্ছে।  উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের এক বাসিন্দা বলেন, আমরা শহরে যাওয়ার জন্য বের হয়েছি। এসে দেখি কোনো যানবাহন নাই। এজন্য জরুরি কাজ সারতে হেঁটেই রওনা করেছি। এর আগে, গাইবান্ধা শহরকে যানজট মুক্ত করতে গাইবান্ধা পৌরসভা এলাকায় সপ্তাহে তিন দিন ব্যাটারি চালিত সবুজ গাড়ি এবং সপ্তাহে তিনদিন হলুদ গাড়ি চলাচলের সিদ্ধান্ত দেয় পৌরসভা কর্তৃপক্ষ। এর পরেই চালকরা পৌরসভার এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি বলে পাঁচদফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, গাইবান্ধা পৌরসভায় ইজিবাইক, রিকশা, মিশুক চলাচলে পৌরসভার অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট বি আর টি এ কর্তৃক প্রদান করা ও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা, গাইবান্ধা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণ কর। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইজিবাইক স্ট্যান্ড নির্মাণ কর এবং পৌর ফি বার্ষিক ১০০০ টাকা নির্ধারণ করা, গাইবান্ধা পৌরসভার টোকেন ও প্লেট বাণিজ্য, জুলুম হয়রানি বন্ধ কর। পৌরসভায় চলাচলকারী চালকদের স্বল্পমূল্যে রেশন চালু করা এবং প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইকসহ স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন/সার্ভিস রোড নির্মাণ করা। এ বিষয়ে গাইবান্ধা অটো-মালিক চালক সমন্বয় সমিতির সহসভাপতি তিতু বলেন, আমরা প্রতিদিনই অটো চালাতে চাই। তিনদিন বন্ধ তিনদিন চালু আমরা পৌরসভার এ সিদ্ধান্ত মানি না। এ ব্যাপারে গাইবান্ধা পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন, আন্দোলন করছে তাদের সংগঠনের একটি অংশ। পৌরসভার নির্দিষ্ট আইন আছে। সেই আইনের গতিতেই পৌরসভা চলবে। আরটিভি/এমকে/এস
সাঁওতাল নারীকে নির্যাতন ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেয়, তখন চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। সেই সঙ্গে দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তারা মাইনরটি (সংখ্যালঘু) হবে কেন? তিনি বলেন, এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আর পরস্পরকে (সংঘ্যালঘু বলে) লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র। গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির ডা. আব্দুল রহীম সরকার, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সেক্রেটারি জহুরুল হক সরকার প্রমুখ বক্তব্য দেন। আরটিভি/আইএম-টি
স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে বার্ধক্যজনিত কারণে স্বামী নজির হোসেন আকন্দের (৭৫) মৃত্যু হওয়ার মাত্র চার ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী রশিদা বেগমও।  সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ের বাড়ি সদর উপজেলার হাট লক্ষীপুর গ্রামে বেড়াতে গিয়ে মৃত্যু হয় নজির হোসেনের। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার স্ত্রী রশিদা বেগমের (৬৫)। নিহত নজির হোসেন অবসরপ্রাপ্ত আনসার সদস্য ছিলেন। অবসরের পর বাড়িতে কৃষি পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ওই গ্রামের মৃত নসিম উদ্দিন আকন্দের ছেলে। নজির হোসেন আকন্দের নাতি মো. হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তার দাদা। এক সপ্তাহ আগে মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে থাকা অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ মারা যান তিনি। এদিকে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারও মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দ গণমাধ্যমকে জানান, স্বামী নজির হোসেনের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রীর এমন মৃত্যু দুঃখজনক।  আরটিভি/এএএ/এস 
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল
‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন শ্যামল। এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগের কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। পুলিশ জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করেন। শ্যামল চন্দ্র জামায়াতের কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, জামায়াত কর্মী হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা করেন। আরটিভি/এএ/এস
গাইবান্ধায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দলের তিন নেতার পদ স্থগিত করেছে বিএনপি। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার কামারপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি শাহ শওকত আলী মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার যৌথ স্বাক্ষরে পদ স্থগিত সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া।  তিনি বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় কামারপাড়া ইউনিয়নের ওই ৩ নেতার পদ স্থগিত করা হয়েছে। এ দিকে জানা গেছে, বৃহস্পতিবার শাহ শওকত আলী মানিকের স্ত্রী নিলুফা ইয়াসমিন মুক্তা কামারপাড়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নিতে আসেন। এ সময় সার্ভার সমস্যার কারণে দায়িত্বরত সচিবের কাজ করতে বিলম্ব হয়। এতে নিলুফা ইয়াসমিন ক্ষিপ্ত হয়ে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর শহিদুল ইসলাম সোনা, সাইফুল ইসলাম জাহাঙ্গীর দলবল নিয়ে পরিষদে হামলা করেন। এ সময় সচিবকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এতে আব্দুল গণি আকন্দসহ অন্যান্য গ্রামপুলিশ পরিস্থিতি থামাতে গেলে পরিষদের সদস্য হারুন মিয়ার ভাই হুমায়ুন আহমেদ উত্তেজিত হয়ে আব্দুল গণি আকন্দকে মারধর করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে কামারপাড়া ইউপি চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান বলেন, ‘ঘটনার সময় আমি পরিষদে ছিলেন না। গ্রাম গ্রামপুলিশকে মারপিট ও সচিবকে লাঞ্ছিত করার বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।’ সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, কামারপাড়া ইউনিয়ন পরিষদে সৃষ্ট ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সেটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে/এআর
খাবারে বিষ মিশিয়ে গরু মেরে ফেলার অভিযোগ
পূর্বশত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে এদিন ভোররাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি বলেন, বাড়িতে দেশি জাতসহ ৬টি গরু লালনপালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি গরু মরে পড়ে আছে। রাতে কোনো একসময় বিষ প্রয়োগ করা খাবার খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি গাভি ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। গাভি দুটি প্রতিদিন ১০ থেকে ১২ লিটার দুধ দিত।  পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। এর আগেও প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে তাদের গোয়ালের তিনটি গরু মেরে ফেলেছেন।  সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, গরু দুটির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ল্যাবে বিভিন্ন নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মৃত গরু দুটির ময়নাতদন্তের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আরটিভি/এফআই/এস
নিখোঁজের চার দিন পর মাহিমের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন শিশু মাহিম বাবুর (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাহিম গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। রোববার (১৭ নভেম্বর) বিকেলে নলেয়া নদী থেকে মাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মাহিমের বাড়ি উপজেলার নাকাইহাট ইউনিয়নের খুকশিয়া গ্রামে। সে ওই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। জানা গেছে, মাহিম বাবু বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন রোববার বিকেলে বাড়ির পাশে নলেয়া নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্বজনকে খবর দেন। সন্ধ্যায় পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি মহিমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পানিতে পড়ে শিশু মাহিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আরটিভি/এমএ/এসএ