গেলো বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দেশে ফেরেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঠিক আগের দিন ফেরেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার রাতেই দু’তারকার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু সাকিবের বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ের কারণে সময়টা একদিন পেছানো হয়।
শুক্রবার দিনগত রাত সোয়া ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাকিব-মোস্তাফিজ। ফ্লাইট ছাড়ার আগে নিজ ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন মুস্তাফিজ।
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে চলছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ সমপন্ন করেছে। ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা।
একটি প্রস্তুতি ম্যাচের পর ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
ওয়াই/ এমকে