বলিউডে প্রতিভাবান নায়িকাদের তালিকায় উপরের দিকে থাকা নাম টাবু। এই গুণী অভিনেত্রী তার অভিনয় প্রতিভার মাধ্যমে জয় করেছে অসংখ্য ভক্ত হৃদয়। তবে আজো কেনো ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী একা। কেনো তিনি এখনো রয়ে গেলেন ‘সিঙ্গেল’?
তবে অবশেষে এই সব প্রশ্নের উত্তরে মুখ খুললেন টাবু। তার দাবি, কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগণের জন্যেই আজো সিঙ্গল রয়ে গেলেন তিনি।বিয়েও নাকি করতে পারলেন না শুধু তার কারণে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টাবু বলেন, তার কাজিন সামির আর্যের প্রতিবেশী ছিলেন অজয় এবং খুব ভালো বন্ধুও ছিলেন তার। টাবুর ভাই সামির এবং অজয় সবসময় তার ওপর কঠিন নজরদারি করতেন।
তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন।
এছাড়া বলতেন, কোনো ছেলে যদি তাকে প্রেম নিবেদন করেন তাহলে তাকে মারাত্মক পেটাবেন তারা। অজয় আর সামিরের ভয়েই কেউ আমার সঙ্গে প্রেম করার সাহস পেত না। এ জন্য তাদের অনুতপ্ত হওয়া উচিত।
আর এখন আমাকে ভালো একজন পাত্র দেখে বিয়েও দিয়ে দেয়া উচিত তাদের।
টাবু এবং অজয়ের সম্পর্ক প্রায় দীর্ঘ পঁচিশ বছরের।
এদিকে অল্প কয়েকদিনের মধ্যেই তাদের আবার এক সঙ্গে দেখা যাবে ‘গোলমাল এগেইন’ ছবিতে। তবে এর আগে বিজয়পথ, দৃশ্যম, ফিতুর ও তক্ষকসহ আরো অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা।
আরকে/জেএইচ