ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭ জন।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কাজির রাস্তা মোড়ের হাটিঘাটা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মধুখালী থানার ওসি রুহুল আমিন আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার রাত ১১টার দিকে কাজির রাস্তা মোড়ের হাটিঘাটা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে বেনাপোল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৮ যাত্রীর মধ্যে ৩ জন মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ১ জন। নিহতদের মধ্যে নারী রয়েছেন ১ জন। এছাড়া মাইক্রোবাসের ৪ যাত্রী, বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজার আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর রাস্তার রাস্তার দু’পাশে যানযট সৃষ্টি হয়।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জেবি/এমকে