ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লিনেক্স ও বেঙ্গল মোবাইল পাওয়া যাবে এখন হ্যাপি মার্টে

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ , ০৩:৫৬ পিএম


loading/img
লিনেক্স ও বেঙ্গল মোবাইল পাওয়া যাবে এখন হ্যাপি মার্টে

দেশীয় বাজারের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি  লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড এবং হ্যাপি মার্টের মধ্যে সম্প্রতি পারস্পরিক ব্যবসা সম্প্রসারণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

বিজ্ঞাপন

সেই অনুযায়ী, এখন থেকে হ্যাপি মার্টে দেশের বহুল বিক্রিত ও স্বনামধন্য ব্রান্ড লিনেক্স এবং বেঙ্গল মোবাইল পাওয়া যাবে।

লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন, প্রযুক্তির উন্নতির সাথে সাথে হাতের নাগালে চলে আসছে সকল পণ্য। সেই ধারাবাহিকতায় দেশের বাজারে সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে লিনেক্স ও বেঙ্গল মোবাইল। ইতোমধ্যে দেশের বাজারে ব্যাপক জায়গা করে নিয়েছে এই মোবাইল।

বিজ্ঞাপন

তিনি বলেন, লিনেক্স ও বেঙ্গল মোবাইল সবসময় কোয়ালিটি মোবাইল ফোন বাজারজাত করে আসছে। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড এর নিজস্ব কারখানায় উৎপাদিত লিনেক্স ও বেঙ্গল মোবাইল বরাবরের মত তার মানসম্মত পন্য উৎপাদনে বদ্ধ পরিকর। অভিজ্ঞ কোয়ালিটি কন্ট্রোল টিমের সহযোগিতায় প্রতিটি মোবাইল উৎপাদনের সময় এর মান শতভাগ নিশ্চিত করা হয়। 

তিনি আরও বলেন, সমগ্র বাংলাদেশে পন্যের শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে লিনেক্স ও বেঙ্গল মোবাইলের ১৮টি সার্ভিস সেন্টার এবং ৪০ টি কালেকশন পয়েন্ট কাজ করে যাচ্ছে। লিনেক্স ও বেঙ্গল মোবাইলে প্রত্যেকটি ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া। গ্রাহকদের কথা চিন্তা করে প্রত্যেকটি মোবাইলে কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে। যা ক্রেতা সাধারণকে দিবে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা।

এ সময় আরও উপস্থিত ছিলেন হ্যাপি মার্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্তে বেঙ্গল গ্রুপের পণ্যগুলোকে ভোক্তাদের নিকট আরও সহজে এবং একটি উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড এর  সাথে হ্যাপি মার্টের এই নতুন উদ্যোগ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |