• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

আজ থেকে মিলবে নতুন টাকা, পাওয়া যাবে যেসব শাখায়

আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২৩, ১১:২২
নতুন টাকা
ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নতুন টাকা পাওয়া যাবে আজ থেকে।

রোববার (১৮ জুন) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০ শাখায় নতুন নোট বিনিময় শুরু হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

নতুন নোট পাওয়া যাবে যেসব ব্যাংকের শাখায়

জনতা ব্যাংক লিমিটেড পোস্তগোলা শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা, জনতা ব্যাংকের টিএসসি করপোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, সাউথইস্ট ব্যাংকের করপোরেট শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা, দিলকুশা, শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা প্রধান শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এনসিসি ব্যাংকের দিলকুশা শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখা, উত্তরা ব্যাংকের বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংকের মগবাজার শাখা, এনসিসি ব্যাংকের মগবাজার শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ খিলগাঁও শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি স্বরণী শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রগতি স্বরণী শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ বনশ্রী শাখা, ঢাকা ব্যাংকের বনশ্রী এবং নন্দীপাড়া শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, প্রাইম ব্যাংক বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখা, ব্র্যাক ব্যাংক বনানী শাখা, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, যমুনা ব্যাংক গুলশান করপোরেট শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক বিজয়নগর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, ট্রাস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা, মার্কেন্টাইল ব্যাংক ধানমন্ডি শাখা, এনআরবিসি ব্যাংক ধানমন্ডি শাখা, ব্র্যাক ব্যাংক সাত মসজিদ রোড শাখা, যমুনা ব্যাংক লালমাটিয়া শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রায়ের বাজার শাখা, ডাচ্-বাংলা ব্যাংক নিউমার্কেট শাখা, ডাচ্-বাংলা ব্যাংক মিরপুর শাখা, এক্সিম ব্যাংক মিরপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংক মিরপুর শাখা, অগ্রণী ব্যাংকের মিরপুর শাখা।

জনতা ব্যাংক রজনীগন্ধা (কচুক্ষেত করপোরেট শাখা), সোনালী ব্যাংক ইব্রাহীমপুর শাখা, ন্যাশনাল ব্যাংক উত্তরা শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক উত্তরা মডেল টাউন শাখা, ডাচ্-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, রূপালী ব্যাংক উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর চৌরাস্তা শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। এনআরবিসি ব্যাংক ভুলতা শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ কাঁচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা, সাভার। প্রাইম ব্যাংক সাভার শাখা, সাভার। ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ। সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ করপোরেট শাখা, মুন্সীগঞ্জ এবং ন্যাশনাল ব্যাংক শ্রীনগর শাখা, মুন্সীগঞ্জ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএফআইইউ’র প্রধান হলেন শাহীনুল ইসলাম
৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে খেলাপি ঋণ: বাংলাদেশ ব্যাংক
আর্থিক ভীতি কাটলেও পাঁচ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক: ইডি শিখা
বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি