দেশের বহুল বিক্রিত এবং স্বনামধন্য ব্রান্ড লিনেক্স মোবাইলের বরিশাল বিভাগীয় পরিবেশক বিজনেস সলিউশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রিটেইলার মিট-২০২৩।’ প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার হোটেল সি-ভিউয়ে গত শনিবার (১৫ জুলাই) এটি অনুষ্ঠিত হয়।
বিজনেস সলিউশনের স্বত্বাধিকারী মো. শামিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন লিনেক্স ইলেকট্রনিকস বাংলাদেশ লিমিটেডের সিওও প্রকৌশলী নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লিনেক্স মোবাইলের চ্যানেল ম্যানেজার মো. ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিনেক্স ইলেকট্রনিকসের সিওও প্রকৌশলী নাহিদুল ইসলাম বলেন, বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত লিনেক্স মোবাইল বরাবরের মতো মানসম্মত পণ্য উৎপাদনে বদ্ধপরিকর। শিগগিরই আমরা বাংলাদেশে পিসিবিএ ম্যানুফ্যাকচারসহ চার্জার, ব্যাটারি এবং মোবাইল ফোনের কেসিং উৎপাদনে যাচ্ছি। ইনশাল্লাহ, আমরা কোয়ালিটি প্রোডাক্টস সাশ্রয়ী মূল্যে স্মার্ট ফোনসহ ফিচার ফোন মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব।
তিনি আরও বলেন, সমগ্র বাংলাদেশে পণ্যের শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করতে বেঙ্গল মোবাইলের ১৮টি সার্ভিস সেন্টার এবং ৪০টি কালেকশন পয়েন্ট কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতাদের সাঙ্গে মতবিনিময় শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।