ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৩ দিনের সফর শেষে দেশে ফিরে গেছেন অরুণ জেটলি

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭ , ০৮:০৪ পিএম


loading/img

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি দেশে ফিরে গেছেন।  বৃহস্পতিবার সকালে তিনি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি গেলো মঙ্গলবার ঢাকা আসেন।

এ সফরে ভারতের অর্থমন্ত্রী বুধবার সচিবালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন।   এরপর দুই মন্ত্রীর উপস্থিতিতে  বাংলাদেশের জন্য পূর্বঘোষিত তৃতীয় দফায় ভারতের ৪৫০ কোটি ডলারের ঋণ বাস্তবায়নে চুক্তি সই হয়।

বিজ্ঞাপন

এরপর অরুণ জেটলি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্যোগ’ বিষয়ে বক্তব্য রাখেন।  ওই দিন সকালে তিনি স্ত্রীসহ ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শক করেন এবং পূজা অর্চনা করেন।

ভারতের অর্থমন্ত্রী এবং বাংলাদেশের অর্থমন্ত্রী যৌথভাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ পরিচালনার নতুন সেবা এবং এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয় উদ্বোধন করেন।

এর আগে মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির(এফবিসিসিআই) ও ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফআইসিসিআই সঙ্গে তিনি বৈঠক করেন।

বিজ্ঞাপন

অরুণ জেটলির এ সফরে ভারতের অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশটির ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফআইসিসিআইয়ের ৩০ সদস্যের প্রতিনিধি দলও ছিলেন।

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |