ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভারতের অর্থমন্ত্রী ক্যানসারে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯ , ১০:০৬ এএম


loading/img

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ক্যানসারে আক্রান্ত। তাই আগামী ১ ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ নাও করতে পারেন তিনি।

বিজ্ঞাপন

এরইমধ্যে নিজের চিকিৎসা করাতে রোববার যুক্তরাষ্ট্রে গেছেন জেটলি। জানা গেছে, উঁরুর সফট টিস্যু ক্যানসারে আক্রান্ত জেটলি।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ। তাই অবিলম্বে অপারেশন করতে হবে। আর এ  কারণেই বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন জেটলি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, অপারেশন সেরে আগামী দুই সপ্তাহের মধ্যে তার ফিরে আসা সম্ভব নয়। তাই আগামী ১ ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশে খুব সম্ভবত থাকতে পারবেন না জেটলি।

এদিকে গত বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জেটলির শারীরিক অসুস্থতার কারণে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এবারও সেরকমই সম্ভাবনা দেখা দিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

প্রসঙ্গত, এটিই বর্তমান মোদি সরকারের শেষ বাজেট। লোকসভা নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর পেশ হবে সাধারণ বাজেট।

বিজ্ঞাপন

এর আগে গত বছরই কিডনি প্রতিস্থাপন করিয়েছেন জেটলি। দীর্ঘদিন ধরে ডায়াবিটিসের সমস্যায় আক্রান্ত জেটলি যে গুরুতর অসুস্থ, তাতে সন্দেহ নেই। এছাড়া ২০১৪ সালের সেপ্টেম্বরে ব্যারিয়াট্রিক সার্জারি বা ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করান জেটলি।

অন্যদিকে বিজেপির উদ্বেগ বাড়িয়ে জ্বর নিয়ে এইমস-এ ভর্তি হয়েছেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকরও।

এ/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |