ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রভিডেন্ট ফান্ডের ওপর কর কমলো

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ , ০৮:৫৪ এএম


loading/img
ফাইল ছবি

বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানে কর্মচারী কল্যাণ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) থেকে অর্জিত আয়ের ওপর কর ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা করের পরিমাণ কমানো হয়েছে।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরে আয়কর আইনে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করেছিল সরকার।

এছাড়া বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং করছাড় তুলে নেওয়া হয়।

তবে, সরকারি প্রভিডেন্ট ফান্ডগুলোকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |