ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০২:০১ পিএম


loading/img
ফাইল ছবি।

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর’র সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

এর আগে, এদিন সকালে মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর দুদকের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদনের ওপর শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মতিউরকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে দুদককে আদেশ দেন। 

বিজ্ঞাপন

গত ৬ জানুয়ারি মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রত্যেক মামলায় মতিউর রহমানকে আসামি করা হয়েছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত ১৫ জানুয়ারি মতিউর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তারা কারাগারে রয়েছেন। 

উল্লেখ্য, গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপর তার আয় নিয়ে অনুসন্ধানে ব্যাপক অবৈধ সম্পাদের খবর উঠে আসে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |