ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বেসিক ব্যাংকের কেলেঙ্কারি তদন্তে দুদকের স্বচ্ছতার অভাব

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৮ নভেম্বর ২০১৭ , ০৬:৫৬ পিএম


loading/img

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের দুর্নীতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন- দুদকের স্বচ্ছতা, যোগ্যতা ও নিরপেক্ষতার অভাব আছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আজ বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেলিম নামের এক আসামির জামিন আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন।

আসামি পক্ষে শুনানি করেন ড. শাহদিন মালিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম।

বিজ্ঞাপন

এই মন্তব্য মেনে নিয়ে দুদকের আইনজীবী বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত সব রাঘব-বোয়ালকে প্রমাণ সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, বেসিক ব্যাংকে দুর্নীতির পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা। এসব ঘটনায় দুদক মোট ৫৬টি মামলা করে। যার একটিতেও তৎকালীন চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নাম নেই।

এছাড়া, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রায় সবাই। 

বিজ্ঞাপন

এ অবস্থায় মামলার এক আসামির জামিন শুনানিতে আজ হাইকোর্ট দুদকের তদন্তের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। 

বিজ্ঞাপন

 

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |