• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

বাড়ছে ইটের দাম

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২৪, ১৬:৫২
ফাইল ছবি

২০২৪-২৫ অর্থবছরে বিল্ডিং তৈরির অন্যতম উপকরণ ইটে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ বাড়ানো হয়েছে। এতে দাম বাড়বে ইটের।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার আগে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন হয়। পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রস্তাবিত বাজেট উত্থাপনে অর্থমন্ত্রী জানান, ইটের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি হাজারে ৪৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকার প্রস্তাব করছি।

অর্থমন্ত্রী বলেন, ‘যন্ত্রের সাহায্যে তৈরি সাধারণ ইট (নন-রিফ্রেকটরি বিল্ডিং ব্রিকস), ফেসিং-এ ব্যবহৃত ইট ছাড়া অন্যান্য ইটে প্রতি হাজারে ৫০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, যন্ত্রের সাহায্যে তৈরি ইট প্রথম গ্রেডের (তিন ছিদ্র বিশিষ্ট, ১০ ছিদ্র, ১৭ ছিদ্র ও মালটি কোরড ইট) ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ৭০০ টাকার পরিবর্তে প্রতি হাজারে ৮০০ টাকা করার প্রস্তাব করছি।

এ ছাড়া ব্রিকস চিপসের ক্ষেত্রে বিদ্যমান করের পরিমাণ ৭০০ টাকার পরিবর্তে (প্রতি ১০০ সিএফটি) ৮০ টাকা, মিকাড ব্যাটসের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ৫০০ টাকার (প্রতি ১০০ সিএফটি) পরিবর্তে ৬০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা চার লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। করব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।

দেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী এবারই প্রথম বাজেট পেশ করেছেন। এটি দেশের ৫৩তম বাজেট।

মন্তব্য করুন

  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি
গাছের ডাল ভেঙে পড়ে জনপ্রিয় কৌতুক অভিনেতার মৃত্যু
২০২৬ পর্যন্ত ইউনাইটেডেই থাকছেন টেন হাগ
দেশে ফিরলেন ৪৩ হাজার ৮৩ হাজি, মৃত্যু বেড়ে ৫৮