• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ফেসবুক বন্ধে বিপাকে ৩ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১৮:৪০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই সন্ধ্যায় ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। এর আগে বিভিন্ন সময় সংঘাত, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে এলাকাভিত্তিক ফোরজি সেবা বন্ধ রাখা হলেও এই প্রথম এত দীর্ঘসময় দেশজুড়ে মোবাইল নেট বন্ধ থাকল। পরে ২৩ জুলাই ধীরে ধীরে ব্রডব্যান্ড উন্মুক্ত করা হয়।

এদিকে টানা ১০ দিন বন্ধ থাকার পর রোববার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে মোবাইল ফোরজি সেবা চালু হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধই থাকবে। এ ছাড়া ব্রডব্যান্ড ছাড়া মোবাইল ইন্টারনেটে দেখা যাবে না ইউটিউব। তবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় ফেসবুকভিত্তিক প্রায় তিন লাখ ক্ষুদ্র উদ্যোক্তা বিপর্যয়ের মুখে পড়েছেন। কবে নাগাদ এসব সামাজিকমাধ্যম চালু হবে, তা-ও সুনির্দিষ্ট করে জানায়নি সরকার।

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে রোববার (২৮ জুলাই) সকালে চার মোবাইল অপারেটরের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকের পর বিকেল ৩টার মধ্যে ফোরজি সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এ সময় তিনি বলেন, সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে তিন দিন মেয়াদের ৫ জিবি ডেটা ফ্রি দেওয়া হবে। ইতোমধ্য অনেক গ্রাহক এই ডেটা পেয়েছেন বলে জানিয়েছে মোবাইল অপারেটররা। তবে চালু হলেও মোবাইল ইন্টারনেটের ধীরগতি নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা।

ফেসবুককে কেন্দ্র করে দেশে প্রায় তিন লাখ ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছে। খাবার, পোশাক, গয়নাসহ নানা পণ্য অনলাইনে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। বিশেষ করে করোনার সময় চাকরি হারিয়ে অনেকেই ফেসবুকভিত্তিক ব্যবসা শুরু করেছিলেন। ফেসবুক বন্ধ থাকায় গত কয়েক দিন তাদের বেচাকেনা বন্ধ। একটি বুটিক পেজের স্বত্বাধিকারী আফসানা জানান, ফেসবুক চালু না হলে পথে বসতে হবে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক গতকাল এফ কমার্স প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল কমার্স হয়ে উঠতে পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য ইকবাল বাহার জাহিদ ই-ক্যাবের ফেসবুক পেজে লেখেন, লাখো তরুণ-তরুণী অনলাইনে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছিল। যথেষ্ট সুযোগও তৈরি হয়েছিল ই-কর্মাস খাতে। অনলাইন ব্যবসা সচল রাখতে অবশ্যই ফেসবুক চালু করতে হবে।

এদিকে,ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালু হতে পারে প্রতিমন্ত্রী বলেছিলেন, সরকার সম্পূর্ণভাবে কখনোই কোনো অ্যাপ বন্ধ করেনি। এটা নির্ভর করছে তাদের (সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ) আচরণের ওপর। তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে বাংলাদেশে সবার সহযোগিতা পাবে। ফেসবুক, ইউটিউব ও টিকটককে শনিবার চিঠি দেওয়া হয়েছে বিটিআরসি থেকে। চিঠিতে আইন মেনে তারা বাংলাদেশে সাইবার জগৎ ব্যবহার করতে চায় কিনা– সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। ৩১ জুলাই তাদের ঢাকায় এসে ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। তারা যুক্তি ও ব্যাখ্যা দিয়ে যদি বোঝাতে পারে– বাংলাদেশের ক্ষেত্রে কোনো বৈষম্য করছে না, তাহলে আলোচনার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে।

এদিকে, মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক বলেন, আগামীকাল (বুধবার) পর্যন্ত আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে একটা টাইম (সময়) দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে। কিন্তু আমরা এখনো তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি।’

জুনাইদ আহমেদ পলক বলেন, টিকটক ই-মেইলে একটা রিপ্লাই (প্রতি উত্তর) দিয়েছে যে, তারা এ নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চান। তারা ব্যাখ্যাগুলোও দিতে চান। বাকি দুটি অর্থাৎ, মেটা ও ইউটিউবের সাড়া পাইনি।

ফেসবুক ও ইউটিউবের সাড়া পাওয়ার ব্যাপারে পলক এখনো আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, বুধবার সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় আমরা পর্যায়ক্রমে তিনটি মাধ্যমের সঙ্গে বসতে চেয়েছিলাম। ৯টায় টিকটক, ১০টায় ইউটিউব ও ১১টায় ফেসবুক বা মেটা। আজ পর্যন্ত তারা কিছু বলেননি। তবে এখনো সময় আছে। বেঁধে দেওয়া সময় পর্যন্ত দেখি। তারা কী ব্যাখ্যাটা দেন?

কবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলবে জানতে চাইলে জুনাইদ আহমেদ পলক বলেন, যদি তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয়, তাহলে তো আমরা শিগগির খুলে দেবো। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ। যেখানে কোনো বাধা নেই। আমরা শুধু তাদের জিজ্ঞাসা করেছি যে, বাংলাদেশের আইন, সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে, সেটা তারা কীভাবে মেইনটেইন করছে বা আদৌও করছে কি না। সেটা আমরা জানতে চাই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে নিখোঁজ সংবাদ, তদন্তকালে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ১৬
৪১ নম্বর পেয়েও কোটায় ভর্তি, ফেসবুকে সমালোচনার ঝড়
স্বামীকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন চমক