ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

একদিনের ব্যবধানে কমলো কাঁচা মরিচের দাম

আরটিভি নিউজ

রোববার, ১৮ আগস্ট ২০২৪ , ১২:০৫ পিএম


loading/img
ছবি সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বাজারে সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে এবার কমেছে কাঁচা মরিচের দাম। 

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে ২০০-২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এর আগে কাঁচামরিচরে দাম ছিল সাড়ে ৩০০ টাকা।    

বর্তমানে সবজির বাজার অনেকটাই স্থিতিশীল। এদিন বাজারে পেঁপে ৩৫-৪০ আর পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০, ঢেঁড়স ৪০-৫০। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০, আলু ৬০ টাকা কেজিতে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে মাছের সরবরাহ। দামও অনেকটা স্থিতিশীল। পাঙ্গাশ ১৮০-২০০ টাকায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকা এবং বড় আকারের রুই বিক্রি হচ্ছে কেজিতে ৩৫০-৪০০ টাকায়।

তবে মাসখানেক ধরে চালের বাজারে মিলছে না কোনো স্বস্তির খবর। বাজারে সোনালি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকায়, মিনিকেট চাল ৭০-৭২, আটাশ ৫৮-৬০ আর নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |