ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ

আরটিভি নিউজ

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ , ০২:৩১ পিএম


loading/img

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ফের রাস্তায় নেমেছেন বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। 

বিক্ষোভকালে বিনিয়োগকারীরা বলেন, ২০১০ সালেও আমরা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি, যা গত আড়াই মাসে হয়েছি। ২০১০ সালের শেয়ারের দাম কমেছিল। কিন্তু এখন পরিস্থিতি এতটাই খারাপ যে শেয়ারের দাম ফেসভ্যালু ১০ টাকার নিচে নেমে এসেছে। এতে আমরা নিঃস্ব হয়ে গেছি।

বিজ্ঞাপন

তারা বলেন, আমরা পরিবার পরিজন নিয়ে ঠিকমতো জীবনযাপন করতে পারছি না। সরকারের কাছে আবেদন পুঁজিবাজারের ২০ লাখ বিনিয়োগকারীকে বাঁচান। কারণ, ২০ লাখ বিনিয়োগকারীদের সঙ্গে প্রায় এক কোটি মানুষ সম্পর্কিত।

বিনিয়োগকারীরা জানান, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু বর্তমান বিএসইসির কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই।

আরটিভি/এআর/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |