ট্রাম্পের জয়ে বাড়ল ডলারের দর, বিটকয়েনের দামে ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ , ১২:২১ পিএম


ট্রাম্পের জয়ে বাড়ল ডলারের দর, বিটকয়েনের দামে ইতিহাস
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ প্রত্যাবর্তনে মার্কিন শেয়ারবাজার চাঙা হয়েছে। বেড়েছে মার্কিন ডলার ও বিটকয়েনের মূল্য।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) গত আট বছরের মধ্যে এক দিনে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে রেকর্ড উচ্চতায় উঠেছে বিটকয়েনের দাম।

ট্রাম্পের জয়ের সংবাদ প্রচারের পরপরই নড়েচড়ে বসেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শেয়ার ও মুদ্রাবাজার। দেখে নেওয়া যাক বুধবার ঠিক কী কী ঘটল।

বিজ্ঞাপন

সিংহভাগ ব্যাংকসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে। পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ। যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সূচক এফটিএসই ১০০ দিনের শুরুতে বেড়ে যায়, তবে দিন শেষে তা কিছুটা কমে। ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ। জাপানের বাজারে প্রধান সূচক নিক্কি ২২৫ সূচক বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট ইনডেক্স অবশ্য কিছুটা কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।

এদিকে বুধবার বিটকয়েনের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। বিটকয়েনের মূল্য ৬ হাজার ৬০০ ডলার বেড়ে ৭৫ হাজার ৯৯৯ ডলারে উঠেছে। এর মূল কারণ, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সির পরাশক্তি বানানোর’ প্রতিশ্রুতি।

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission